• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ধর্ম

    ময়মনসিংহে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সম্পর্কে মতবিনিময় সভা

      প্রতিনিধি ৭ অক্টোবর ২০২৩ , ১২:২৮:০৩ প্রিন্ট সংস্করণ

    গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ

    আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৩ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহ মহানগর ও জেলা পর্যায়ের পূজা উদযাপন পরিষদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    জানা গেছে, আজ শনিবার (০৭ অক্টোবর ২০২৩) তারিখ ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে ময়মনসিংহ বিভাগীয় নগরীর শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড, পুলিশ লাইন্স, ময়মনসিংহে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

    ময়মনসিংহ জেলা পুলিশের অভিভাবক সম্মানিত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম, মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, অতিরিক্ত আইজিপি, বাংলাদেশ পুলিশ, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ মহোদয়।

    এছাড়াও উপস্থিত ছিলেন এডভোকেট প্রশান্ত দাস চন্দন, সভাপতি, মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ, ময়মনসিংহ, এডভোকেট বিকাশ রায়, সভাপতি, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ, ময়মনসিংহ, শ্রী অমিত রায়, সাধারণ সম্পাদক, প্রেসক্লাব, ময়মনসিংহ, এডভোকেট তপন দে, সভাপতি, মহানগর পূজা উদযাপন পরিষদ, ময়মনসিংহ, এডভোকেট রাখাল চন্দ্র সরকার, সভাপতি জেলা পূজা উদযাপন পরিষদ, ময়মনসিংহ সহ মহানগর ও জেলা পর্যায়ের হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    সভায় সনাতন ধর্মাবলম্বীদের সর্বাপেক্ষা বৃহৎ দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশের গৃহীত কাযক্রম তুলে ধরা হয়। সমগ্র জেলায় নিরাপদে পূজা আয়োজনে স্বার্থে মন্ডপ ও প্রতিমা সমূহের নিরাপত্তা নিশ্চিৎকল্পে সর্বস্তরের সাধারণ হিন্দু সমাজের সার্বিক সহযোগিতা কামনা করা হয়৷

    মন্দিরগুলোতে আইপি ক্যামেরা স্থাপনের মাধ্যমে নিরাপত্তা জোরদার করার ব্যাপারে সকলে একমত পোষণ করেন। যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ও গুজব ঠেকাতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করতে বদ্ধ পরিকর। গুজব ও ধর্মীয় উস্কানিমূলক ফেসবুক পোস্ট ও অপপ্রচাররোধে জেলা পুলিশের মিডিয়া সেল সার্বক্ষণিক সোশ্যাল মিডিয়া মনিটরিং করবে।

    পরিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে পালনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন করতে সকলকে আহবান জানানো হয়৷ আমরা আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা পরিকল্পনার সুষ্ঠু সম্পাদনের লক্ষ্যে সকলের সম্যক সহযোগিতা কামনা করছি।

     

    আরও খবর

    Sponsered content