• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    মসিকের উদ্যোগে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

      প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৩ , ২:২১:০৫ প্রিন্ট সংস্করণ

    এনামুল হক ছোটন:

    ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর উদ্যোগে ৮ অক্টোবর জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ এবং জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষ্যে সকাল ১০ টায় নগরীর প্রিমিয়ার আইডিয়াল স্কুলে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট সেবন করিয়ে দিবসের উদ্বোধন করেন মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এছাড়াও বেলা সাড়ে ১২ টায় তিনি গভঃ ল্যাবরেটরি হাই স্কুলে শিক্ষার্থীদেরকে ‍কৃমিনাশক ট্যবলেট প্রদান করেন। এ সময় তিনি কৃমি ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে মসিকের সচেতনতামূলক পুস্তিকা বিতরণ করেন। এছাড়াও মসিকের অপর কর্মসূচিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে এক র‌্যালির উদ্বোধন করেন মসিক মেয়র। র‌্যালিটি নগর ভবন থেকে শুরু হয়ে কাচারিমোড় হয়ে নগরভবনে এসে শেষ হয়। দিবস উপলক্ষ্যে র‌্যালি পরবর্তীতে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে মসিক আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনসংখ্যার সঠিক নিরূপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসংখ্যার সঠিক তথ্য না থাকলে পরিকল্পনা টেকসই হয় না। জন্ম ও মৃত্যু নিবন্ধন জনসংখ্যার সঠিক ধারনা পেতে সাহায্য করবে। জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবার সাথে জড়িত কর্মকর্তা কর্মচারিদের উদ্দেশ্যে তিনি বলেন শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জন্ম নিবন্ধনের হারে ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এগিয়ে রয়েছে। এই অর্জনে সন্তুষ্ট থাকার সুযোগ নেই। জন্মের পরপরই প্রতিটি শিশুর জন্ম নিবন্ধন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যেতে হবে।
    এ সময় আরোও উপস্থিত ছিলেন মসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফাহমিদা ইসলাম লিমা, খাদ্য ও স্যানিটেশন অফিসার দীপক মজুমদার, বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ সহ প্রমুখ

    আরও খবর

    Sponsered content