• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    পূর্বশত্রুতার জেরে রূপগঞ্জে যুবককে কুপিয়ে জখম!

      প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৩ , ৩:১৩:৪২ প্রিন্ট সংস্করণ

    মো: রাসেল মোল্লা,রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি :

    পূর্বশত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোস্তাকিন (১৮) নামের নামের এক যুবককে এলোপাথারি কুপিয়ে জখম ও সাজু মিয়া (২১) নামের পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে।
    গতকাল রবিবার (৮-অক্টোবর) রাত দশটার দিকে উপজেলার তারাবো পৌরসভার দিঘীবরাবো এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
    আহত দুই যুবক স্থানীয় যাত্রামুড়া এলাকার প্যাসিফিক স্পিনিং মিলে লাইনম্যান হিসেবে কাজ করতেন। তারা যাত্রামুড়া এলাকার তমিজউদ্দিনের বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
    এ ঘটনায় আহত মোস্তাকিনের পিতা ইসলাম মিয়া বাদী রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
    সোমবার সকালে ছয় আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মাহবুব, উজ্বল আহম্মেদ, শ্রাবন, ইয়াছিন, রিয়ান ও শাওন।
    ইসলাম মিয়ার অভিযোগ থেকে জানাযায়, পূর্বশত্রুতার জেরধরে স্থানীয় মাহবুব হোসেন, উজ্বল আহমেদ, শ্রাবণ, ইয়াছিন, রিয়ান, শাওন, অমিত, ফয়সাল, সাব্বির, হৃদয়, আসলাম, সাকিবুল, নাঈম, রাব্বি, ওয়াহিদ, লিওনসহ অজ্ঞাত আরো ৮/১০ জন মিলে সুইচ গিয়ার, চাপাতি, ছেন, লোহার রডসহ দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে তার ছেলে মোস্তাকিন ও তার বন্ধু সাজু মিয়া ডিউটি শেষে বাড়ী ফিরার পথে তাদের পথরোধ করে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। একপর্যায়ে হামলাকারীরা তার ছেলে মোস্তাকিনকে সুইচগিয়ার দ্বারা শরীরের বিভিন্নস্থানে এলোপাথারি কুপিয়ে জখম করে।
    তাদের ডাক-চিৎকারে পথচারীরা জরো হতে দেখে হামলাকারীরা প্রাননাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
    রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।সোমবার সকালে ছয় আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content