• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রাজনীতি

    তৃণমূলের দাবী, রতন এমপিকে আবারও এমপি হিসেবে দেখতে চাই

      প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৩ , ৮:৩২:৫৫ প্রিন্ট সংস্করণ

    সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:

    ইতিহাস আর ঐতিহ্যের ঘেরা হাওর বৈশিষ্ট সুনামগঞ্জ জেলা। হাওর বাওর,নদী নালা, খাল বিল সহ প্রকৃতিক সুন্দরর্যময় একলীলা ভূমি। এখানে জম্ম গ্রহণ করেছেন বৃটিশ বিরোধী আন্দোলনের নেতা, আউল বাউল, কবি সাধক সহ কতগুনী জন। হাওরা অঞ্চল সুনামগঞ্জ জেলার সাধারণ মানুষ প্রধান পেশা কৃষি ও মৎস্য শিকার করে জিবীকা নির্বাহ করেন। হেমান্তে পায় বর্ষায় নাও, প্রচলিত আছে পাথর, ধান, মাছ তিন নিয়ে সুনামগঞ্জের প্রাণ। আমরা কথা বলছিলাম সুনামগঞ্জ-১ আসনের তৃণমূলের দাবী দ্বাদশ সংসদ নির্বাচনে চতুর্থ বারের মত এমপি হিসেবে দেখতে চাই।

    তিন দিন ব্যাপী বিভিন্ন উপজেলা সুনামগঞ্জ-১ আসনের তৃণমূল সাধারণ মানুষের কাছ থেকে জানতে পাই।
    ২২৪ সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর) উপজেলা নিয়ে নিবার্চনী এলাকা। সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোয়াজ্জেম হোসেন রতনকে আবারও চতুর্থ বারের মত এমপি হিসেবে দেখতে চাই। তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউপি রহিম মিয়া, হাফিজুর, জুনায়েদ, বাদাঘাট উত্তর ইউপি জলিল মিয়া, কাশেম, সালাউদ্দিন, জিতু পাল, যশমন দাস, জয়িতা রানী, লক্ষীরানী, তাহিরপুরের জালাল, হালিমা, সুলেখা, জীবন দাস, হরিদাস। জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের জুনায়েদ, হালিম, কল্পনা, সাহিদা বেগম, জামালগঞ্জ সদর ইউপি বিউটি রানী, রাসমিনা, ফয়সাল, লিমন মিয়া, জামালগঞ্জ উত্তর ইউপির কামাল হোসেন, রফিকুল, সাহেদ আলী, বেহেলী ইউনিয়নের প্রদীপ কুমার, সরজিৎ, রাহুল আমিন, দিন ইসলাম, ভীমখালী ইউপির আলেয়া, সোহেলা, আদিল, কামাল উদ্দিন, ফেনারবাক ইউপির জুবায়ের, মানিক মিয়া, আফজল, জুতিকা রানী, অনিল, ধর্মপাশা উপজেলার সদর ইউপির শফিক, তাহেরা, মিনা, কায়েশ, কুতুব উদ্দিন, সেলবরষ ইউপির হামিদুল, আমান, জাকির, সুফিয়া, পাইকুরাটি ইউপি ওবায়দুল, সাজিদ, জুলেখা, তাহিদা, জ্যোতি দাস, সুখার উত্তর রাজাপুর ইউপি আব্দুর রশিদ, সুলেমান, রাজিয়া, কাশেম মিয়া, জয়শ্রী ইউপির কামাল হোসেন, সাদিক মিয়া, বাপ্পী বর্মন, মিন্টু পাল, সিতা রানী, স্বর্ণা রানী, সুখাইর রাজাপুর দক্ষীন ইউপি হানিফ মিয়া, রাশেদ মিয়া, জুলফিকার, কায়েশ, মধ্যনগর উপজেলার সদর ইউপির রাহাদ মিয়া, কাজল, সফিক, কুলসুমা, চামারদানী ইউপির অভিজিৎ, তাপস, হায়দার, পিন্টু, বংশী কুন্ডা ইউপি আজিজুল, এমরান, সুনামিয়া, জব্বার প্রতিবেদকে জানান, মোয়াজ্জেম হোসেন রতন এমপি নিবার্চিত হওয়ার পর হাওরাঞ্চল অধ্যুষিত এ আসনে উন্নয়ন ও অগ্রগতির ছোঁয়ায় দৃশ্যপঠ পাল্টে গেছে। এমনকি তৃনমুল আওয়ামীলীগকে সুসংগঠিত করার লক্ষ্যে সুনামগঞ্জ-১ নিবার্চনী এলাকায় ৪৪ টি দৃষ্টিনন্দন ও অত্যাধুনিক দলীয় কাযার্লয় আওয়ামী লীগের নিজস্ব জায়গায় নিমার্ণ করে দিয়েছেন। এটা বাংলাদেশের ইতিহাসে বিরল দৃষ্টান্ত।

    এছাড়া যোগাযোগের ক্ষেত্রে রেখেছেন অসামান্য অবদান। বিশেষ করে ঐতিহাসিক যাদুকাটা সেতু, পাঠলাই নদী সেতু, সুমেশ্বরী সেতু, উবদাখালী সেতু, দুলর্ভপুর রক্তিম সেতু, বরুন রায় সেতু নিমার্ণকাজ অব্যাহত রেখেছেন। জেলা সদরের সাথে যোগাযোগের জন্য সীমান্ত সড়ক নামে পরিচিত সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক, মধ্যনগর-ধর্মপাশা সড়কের কাজ সম্পন্ন করেছেন।

    তিনি শিক্ষাক্ষেত্রে রেখেছেন অপরিসীম ভুমিকা। বিশেষ করে বাদাঘাট ডিগ্রি কলেজ, জামালগঞ্জ ডিগ্রি কলেজ, ধর্মপাশা ডিগ্রি কলেজ, বাদশাগঞ্জ হাইস্কুল এবং জামালগঞ্জ হাইস্কুলকে সরকারিকরণ করেছেন। জামালগঞ্জ ডিগ্রী কলেজে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা পাঁচ তলা বিশিষ্ট ছাত্রী হল নির্মাণ, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে শেখ হাসিনা পাঁচ তলা বিশিষ্ট ছাত্রী হল নির্মাণ করেছেন। হাওর ভাতা সহ।

    স্বাস্থ্যখাতে সাধিত হয়েছে অভুতপুর্ব উন্নয়ন। ধর্মপাশা, জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ এবং প্রতিটি হাসপাতালে নতুন ভবন নির্মাণ, মধ্যনগর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল নির্মাণ, মহেষখলা ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল নির্মাণ, ট্যাকেরঘাট ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল নির্মাণ এবং প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছেন।

    মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনী এলাকায় প্রায় শতবাগ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করেছেন। ইতিমধ্যে যার সুফল জনগন উপভোগ করছেন।
    বোরো ফসল রক্ষার্থে বিভিন্ন হাওড়ে অগনিত বেড়ীবাঁধ নির্মাণ করেছেন।
    মসজিদ, মাদ্রাসা, মন্দির, কবরস্থান, প্রতিরক্ষা দেওয়াল সহ বিভিন্ন উন্নয়ন মূল কাজ করে যাচ্ছেন।
    সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকায় মোয়াজ্জেম হোসেন রতন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে অসংখ্য উন্নয়ন সাধিত করেছেন। যাহা স্বল্প পরিষরে বর্ণনা করা সম্ভব নয়।
    বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বহিস্কৃত, ইন্ডেমনিটি অধ্যাদেশে স্বাক্ষরকারী, দলছুট, সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটেরা, বিএনপি-জামায়াতের এজেন্টদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সুনামগঞ্জ-১ আসনের চতুর্থবারের মত আবারও এমপি হিসেবে দেখতে চাই ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে।
    মাননীয় প্রধানমন্ত্রীর মনোনয়ন সাক্ষাতকার সভার বক্তব্যের আলোকে দল ও দেশের স্বার্থে দলীয় ঐক্য অটুট রাখার লক্ষ্যে তাঁরা তাদের মতামত ব্যক্ত করে হাওরের মানুষের জীবনমান উন্নয়নে ব্যাপক ভুমিকার জন্য মোয়াজ্জেম হোসেন রতনকে উন্নয়নের মহাসারথী, হাওর বন্ধু, জননেতা হিসেবে অভিহিত করে বলেন, মনোনয়ন প্রত্যাশী মোয়াজ্জেম হোসেন রতন মোহনগঞ্জ থেকে ধর্মপাশা হয়ে জেলা সদরের সাথে রেল যোগাযোগ, উড়াল সেতু নির্মাণের মাধ্যমে ধর্মপাশার সাথে সুনামগঞ্জ জেলা সদরের সড়ক যোগাযোগ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন। হাওরপাড়ের মানুষের স্বপ্নের এ জনপ্রিয় মানুষটিকে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে আবারো মনোনয়ন প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বরাবরে জোর দাবি জানাচ্ছি।

    আরও খবর

    Sponsered content