• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহেল ও রিমন হেরোইন সহ র‍্যাবের হাতে গ্রেপ্তার

      প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৩ , ২:৫৩:১৪ প্রিন্ট সংস্করণ

    ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

    হত্যা, মাদক এবং বিস্ফোরক সহ পৃথক আটটি মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহেল ও রিমন, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ, র‌্যাব-৫ এর অভিযানে মাদক সহ হাতেনাতে গ্রেফতার।
    চাঁপাইনবাবগঞ্জ সদরের হুজরাপুর এলাকায় দিনে দুপুরে মাদক পরিবহনের সময় র‌্যাবের আভিযানিক দল কর্তৃক ১৫ অক্টোবর ২০২৩ ইং তারিখ ৫:০০ ঘটিকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ সোহেল আলী (৩২), পিতা-মৃত টিপু সুলতান, মাতা- মোছাঃ আলেয়া বেগম মোঃ রিমন আলী (২৮), পিতা-মৃত একরামুল হক, মাতা-মোছাঃ শাহাজাদী উভয় সাং-নয়ালাভাঙ্গা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ ১৭৫ (একশত পঁচাত্তর) গ্রাম হেরোইন, মোটর সাইকেল- ১টি এবং মোবাইল ফোন ২টি সহ র‌্যাবের কাছে হাতেনাতে গ্রেফতার।

    গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। তারা দির্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছে। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে খুচরা এবং পাইকারী দরে সরবরাহ করত। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত সময় চাঁপাইনবাবগঞ্জ সদরের হুজরাপুর এলাকায় একটি মাদকের চালান সরবরাহ করা হবে সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত স্থানে অবস্থান নিয়ে তল্লাশী কার্যক্রম পরিচালনা করার সময় একটি মোটর সাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে আভিযানিক দল উক্ত মোটরসাইকেলের গতিরোধ করে তাদের থামতে বললে তারা মোটর সাইকেল থামিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় র‌্যাবের আভিযানিক দল তাদের আটক করে। পরবর্তীতে এলাকার নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশী করে পাঞ্জাবির পকেটে একটি টিস্যু কাপড়ের ব্যাগে মোড়ানো অবস্থায় ১৭৫ গ্রাম হেরোইন তাদের হেফাজত হতে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নামে পূর্বেও হত্যা, মাদক এবং বিস্ফোরক সহ আটটি মামলা রয়েছে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content