• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • আন্তর্জাতিক

    চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

      প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৩ , ৩:০১:১১ প্রিন্ট সংস্করণ

    ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

    ‘‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’’ এই প্রতিপাদ্যে-চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম।

    আলোচনা সভায় বক্তব্য দেন, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) জাহাঙ্গীর আলম, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শহিদুল ইসলাম। দিবসটি সম্পর্কিত তথ্যচিত্র উপস্থাপন করেন জনস্বস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জন পলাশ হাসদা।

    এর আগে জেলা প্রশাসকের কার্যালয় টত্বর থেকে একটি র‌্যালি বের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে আরো অংশগ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সালেহ উদ্দিন, জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, জেলা প্রাণিসম্পদক কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমানসহ জেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ। বক্তারা বলেন, প্রত্যেককে খাবার খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে দুই হাত ধৌত করে নিতে হতে। যাতে করে কোনো প্রকার জীবাণু পেটে প্রবেশ করতে না পারে। হাতে ময়লা ও বিভিন্ন রোগের জীবাণু থাকায় শিশুরা বেশি স্বাস্থ্য ঝুঁকিতে থাকে। কাজেই শিশুদের প্রতি বেশি যতন নিতে হবে। পরে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে বক্তব্য দেন, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী বাবুল আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, পাট উন্নয়ন কর্মকর্তা তাবারক হোসেন ও সহকারী প্রোগ্রামার আসিফ আহমেদসহ অন্যরা। এছাড়া বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।

    জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মাহবুব আলমের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, ব্র্যাক ওয়াশের প্রোগ্রাম অর্গানাইজার আব্দুর রউফ। আলোচনা শেষে সাবান দিয়ে হাত ধোয়া পদ্ধতি উপস্থিত সকলের সামনে প্রদর্শন করা হয়।

    আরও খবর

    Sponsered content

    আরও খবর: আন্তর্জাতিক

    কচি কাঁচাদের সাথে হোলির উৎসবে একাকার জননেতা শওকত মোল্লা

    কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আগামী ১০ই, মার্চ ব্রিগেড ভরাট করার ডাক দিলেন তৃনমূল নেতৃত্ব

    পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কাজের খতিয়ান দিতে দুয়ারে উপপ্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা

    যৌন কর্মীরা পাচারের শিকার নয, তারা চায় ন্যায় অধিকার, আজ দাবি তুললেন আন্তর্জাতিক যৌন কর্মী দিবস উপলক্ষে

    ভারতের যৌন কর্মীরা চোরাবালি র শিকারী নয়, বললেন দুর্বার মহিলা কমিটি র সেক্রেটারি বিশাখা

    প্রকৃতিক পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উদ্বোধন করা হয় মগরাহাট পশ্চিমে