• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    প্রতারণা করে টাকা আত্মসাৎ এর চেষ্টা

      প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৩ , ১১:৪৩:৪২ প্রিন্ট সংস্করণ

    রামগড় উপজেলা প্রতিনিধি

    ভূমি বিক্রির পাওনা টাকা না দিয়ে প্রতারণা করায় খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় গর্জনতলী নিবাসী আনোয়ার হোসেন হেলাল এর বিরুদ্ধে অভিযোগ করেছেন তৈচালাপাড়া নিবাসী নাজমুল হোসেন, পিতা-মৃত নূর মিয়া নামে এক ভূমি বিক্রেতা। দেনার দায়ে টিকতে না পেরে তার নিজ নামে ২২৯ নং রামগড় মৌজায় নামজারি মামলা নং ২৯০/রাম/২২ ও ২৯১/রাম/২২ মূলে ১৮ শতক ৩য় শ্রেণীর ভূমি ১৬ লক্ষ টাকায় বিক্রি করেন জনৈক আনোয়ার হোসেন হেলালের নিকট। উক্ত প্রতারক ব্যক্তি রামগড় ভূমি অফিসে শুনানির সময় ১২ লক্ষ টাকা প্রদান করেন। বাকি ৪ লক্ষ টাকা খাগড়াছড়ি রেজিস্ট্রি শাখায় রেজিস্ট্রেশন সম্পাদনের দিন পরিশোধ করবে মর্মে রামগড় ভূমি অফিস সহকারী কমিশনার ভূমি রামগড় এর সামনে জবানবন্দী প্রদান করেন। ভূমি বিক্রেতা নাজমুল হোসেন উক্ত প্রতারক আনোয়ার হোসেন হেলালের কথায় বিশ্বাস স্থাপন করে তাকে শুনানি প্রদান করেন। ভূমি বিক্রির নামজারি মামলার নথিপত্র খাগড়াছড়ি রেজিস্ট্রেশন শাখা যাওয়ার পর উক্ত প্রতারক ক্রেতা আনোয়ার হোসেন হেলাল বিক্রেতা নাজমুল হোসেনকে ২ লক্ষ ১৩ হাজার টাকা পরিশোধ করেছেন। বিক্রেতা নাজমুল হোসেনকে সম্পূর্ণ টাকা পরিশোধ না করিয়া আরো ১ লক্ষ ৮৭ হাজার টাকা পরিশোদের জন্য উক্ত আনোয়ার হোসেন হেলাল কিছুদিনের জন্য সময় চান। বিক্রেতা নাজমুল হোসেন তার কথায় বিশ্বাস করে সরল মনে রেজিস্ট্রি সম্পাদন করিয়া দেন। বিক্রেতার এই সরলতাকে পুঁজি করে প্রতারক আনোয়ার হোসেন হেলাল আজ দিচ্ছি কাল দিচ্ছি বলে মাসের পর মাস অতিবাহিত করেন। বেশ কিছুদিন পর বিক্রেতা নাজমুল হোসেন ক্রেতা আনোয়ার হোসেন হেলালের নিকট টাকা চাইলে আনোয়ার হোসেন হেলাল বলেন সম্পূর্ণ টাকা পরিশোধ করা হয়েছে তার কাছে কোন টাকা পাওনা নাই। বিক্রেতা নাজমুল হোসেন এই কথা শোনার পর তিনি তর্ক না করে ওখান থেকে বের হয়ে সহকারী কমিশনার ভূমি রামগড় বরাবর উক্ত নামজারি মামলার বিরুদ্ধে আপত্তি সহকারে জমা বন্দী বহিতে জমা খারিজ না করার জন্য আবেদন করেন এবং পাওনা টাকা আদায়ের বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন।

    আরও খবর

    Sponsered content