• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    কুতুবদিয়ায় পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি আশেক

      প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৩ , ৬:১৯:২৬ প্রিন্ট সংস্করণ

    আজিজুলহক(আজিজ)কুতুবদিয়া:

    কক্সবাজারের কুতুবদিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৩ টি পুজা মণ্ডপ পরিদর্শন করেছেন কক্সবাজার -২ (কুতুবদিয়া-মহেশখালীর) সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি।

    শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে সপ্তমীর দিনে মন্দির পরিদর্শন করেন, ও সনাতনী সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। মন্দিরের যাবতীয় খোঁজ খবর নেন এবংপ্রতিটি মন্ডপে নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ সহায়তা প্রধান করেন।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা, থানা অফিসার ইন চার্জ শুভ রঞ্জন চাকমা।কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ তাহের,বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার, কুতুবদিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক সমীর কান্তি শীল,সাধারণ সম্পাদক রাজীব সেন সহ ১৩ টি পূজা মান্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে এমপি আশেক বলেন,

    দেশ যখন সকল ধর্মাবলম্বীদের সঙ্গে নিয়ে “ধর্ম যার যার” “উৎসব সবার” এ স্লোগানে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই চক্রান্তকারীরা আবারো দেশের মধ্যে বিভিন্ন বিভেদ তৈরি করতে মরিয়া হয়ে উঠেছে। তারা চাইছে কিভাবে অন্ধকার পথ দিয়ে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসা যায়। এ জন্য আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে। যাতে চক্রান্তকারীরা কোনো রূপ সুযোগ না পায়। অসাম্প্রদায়িক চেতনা ধরে রাখতে আগামী জাতীয় নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনার আহবান জানান তিনি।

    দেশে সম্প্রীতির এক দৃষ্টান্ত স্থাপন করছেন জননেত্রী শেখ হাসিনা।তিনি ক্ষমতায় আছে বলেই সকল সম্প্রদায়ের যেকোন উৎসব মিলন মেলা পরিণত হয়। শান্তি এবং সম্প্রতি বজায় থেকে যেন শারদীয় দুর্গোৎসব পালন হয় সেই প্রত্যাশা করেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর সনাতন সম্প্রদায়সহ সকল ধর্মের মানুষরা কোনও দুশ্চিন্তা ছাড়া নির্বিঘ্নে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী ধর্মীয় দুর্গোৎসব পালন করছেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি জলন্ত নির্দশন। আর দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় ও সুসংহত করবে।

    আরও খবর

    Sponsered content