• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ধর্ম

    প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

      প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২৩ , ৮:৫০:২৮ প্রিন্ট সংস্করণ

    জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল

    টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

    প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর আগে মণ্ডপগুলোতে চলে সিঁদুর খেলা আর আনন্দ-উৎসব। হিন্দু সধবা নারীরা প্রতিমায় সিঁদুর পরিয়ে দেন, নিজেরা একে অন্যকে সিঁদুর পরিয়ে দেন। চলে মিষ্টিমুখ, ছবি তোলা আর ঢাকের তালে তালে নাচ-গান।
    আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে ধনবাড়ী উপজেলার বিভিন্ন মন্দির থেকে বিজয়া শোভাযাত্রা বের হয়। ধনবাড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ থেকে এক এক করে প্রতিমা বিভিন্ন মোড়ে আসে । পরে শঙ্খ আর উলুধ্বনি, খোল-করতাল-ঢাকঢোলের সনাতনী বাজনার সঙ্গে দেবী-বন্দনার গানের মধ্য দিয়ে হাজারো মানুষ যোগ দেয় । বিকেল পাঁচটার দিকে বিভিন্ন নদী বিলে, পুকুরে প্রতিমা প্রথম বিসর্জন দেওয়া শুরু হয়। প্রতিমা নৌকায় তুলে নদীতে, বা পুকুরে বিসর্জন দেওয়া হয়।
    নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পুকুর নদীতে বিপুলসংখ্যক পুলিশ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিমা বিসর্জন দেখতে বিভিন্ন পুকুরে, নদীতে হাজারো মানুষ হাজির হন।

    ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম জসিম উদ্দিন গণমাধ্যমকে জানান, প্রতিমা বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।

    প্রতিবারের মতো মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান পালন করেছেন।

    পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ঘোটকে (ঘোড়া) চড়ে মর্ত্যলোকে এসেছিলেন। আজ স্বর্গালোকে বিদায় নেবেন ঘোটকে চড়েই।

    আরও খবর

    Sponsered content