• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • বাংলাদেশ

    শিক্ষক আন্দোলন ও নিয়োগ জটিলতা : পরিত্রাণের উপায় ও সম্ভাবনা

      প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২৩ , ৮:০৭:১৩ প্রিন্ট সংস্করণ

    লেখক : জি. এম ইয়াছিন ।

    গত ৮ অক্টোবর, ২০২১ ইংরেজি খ্রীস্টাব্দে সর্ব প্রথম মানববন্ধন কর্মসূচি পালন এর মধ্য দিয়ে শুরু হলো সারাদেশে একযোগে স্মারকলিপি প্রদান, যাতে করে শিক্ষা মন্ত্রণালয় সহ শিক্ষা সংশ্লিষ্ট সকলকে অবহিত করা যায়। ৯ ই মার্চ, ২০২২ ইংরেজি খ্রীস্টাব্দে অনশন কর্মসূচি পালন শুরু হলেও বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচি থাকায় সেই দিনই আমাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ প্রশাসন, পরবর্তীতে আমরা আমাদের আইনগত অধিকার ফিরিয়ে পেতে সংগ্রাম চালিয়ে যেতে বদ্ধপরিকর,, ফলে গত ৫ জুন, ২০২২ ইংরেজি খ্রীস্টাব্দে শুরু হলো সারাদেশ থেকে আগত নিবন্ধন সনদধারী শিক্ষকদের বঞ্চিত অধিকার ফিরিয়ে পাওয়ার সংগ্রাম, শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট সংলগ্ন কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সামনে গণ-অনশন এর মতো নিষ্ঠুর কর্মযজ্ঞ,,কি করে নাই এনটিআরসিএ, এহেন গর্হিত অন্যায় নেই যা এনটিআরসিএ করে নাই। নিয়োগ বানিজ্য, সনদ বানিজ্য যেন তাদের নিত্য দিনের রুটিনওয়ার্কে রুপ নিয়েছে। জনশ্রুতি আছে যে পরীক্ষায় অংশ নেওয়ার আগেই সনদের বিপরীতে চাকরি বানিজ্য যেন নিত্য দিনের কাজেরই অংশ। শুধু তাই নয়, যখন বলা হয় ড্রাইভার জিয়া ৫০ কোটি টাকার ও বেশি সম্পদের মালিক, তখন মন্ত্রী ও সচিবদের ভূমিকা প্রশ্নবিদ্ধ । আর সিষ্টেম এনালিস্ট রাসেল সিস্টেম করে কোটিপতি কানাডায় পাড়ি জমিয়েছে,, আমাদের আইনগত অধিকার হরণ এর অভিযোগ যেখানেই করি সেখানে শুনতে পাই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না, কেউই দায়িত্ব নিতে নারাজ,,তাহলে দায়িত্ব কে নিবে, আমাদের কি তাহলে ফাটাকেষ্ট সিনেমার নায়ক ” মিঠুন ” চক্রবর্তীর মতো একজন অন্যায়ের প্রতিবাদী রাজনৈতিক নেতার অপেক্ষায় থাকতে হবে, নাকি আমাদের আইনগত অধিকার ফিরিয়ে দিতে আমাদের মাঝে বর্তমান রাজনৈতিক কোনো নেতাই যথেষ্ট।এই সকল অবস্থা থেকে পরিত্রাণের উপায় হিসেবে আমরা আমাদের আইনগত অধিকার ফিরিয়ে পেতে এবং নিবন্ধিত শিক্ষকরা প্রধানমন্ত্রী’র সাক্ষাৎ সহ শিক্ষক হিসেবে নিয়োগের মুক্তির সোপান স্বরূপ নিন্মোক্ত ছয়দফা পেশ করছি:

    ১| আমাদের ১ম –১২তম নিবন্ধন সনদ ধারীকে আগে নিয়োগের ব্যবস্থা করতে হবে।
    ২| নিয়োগের ক্ষেত্রে যে সকল অনিয়ম হয়েছে, তার তদন্ত করতে হবে।
    ৩| আমরা যখন যে ব্যাচে পাস করেছি, তাদের সকলকে সনদ প্রাপ্তির দিন থেকে চাকরির দিনক্ষণ গণনা সহ আর্থিক সকল সুযোগ-সুবিধা প্রদান করতে হবে।
    ৪|অবৈধ সনদধারীকে চাকরিচ্যুতি সহ সকল অনিয়মের সাথে জড়িতদের মোবাইল কোর্টের মাধ্যমে উপযুক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
    ৫| সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে, বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে।
    ৬| আইন ও সুপ্রিম কোর্টের আপীল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চের রায়, অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

    বঞ্চিত নিবন্ধন সনদধারী শিক্ষকদের আইনগত ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিতে উপরোক্ত ছয়দফা দাবি সরকারের পক্ষ থেকে মেনে নিলে এনটিআরসিএ’র রাহুগ্রাস থেকে দেশের শিক্ষিত যুবসমাজ মুক্তি পাবে, এর বিকল্প কোনো পথ সরকারের কাছে নেই। সেই কারণে যতদ্রুত সম্ভব নিয়োগের সুযোগ যেমন রয়েছে, তেমনি বেকারদের পাশে দাড়িয়ে সম্ভাবনাময় শিক্ষা প্রতিষ্ঠান এর জৌলুষতাকে টিকিয়ে রাখতে এবং যাতে করে শিক্ষা ক্ষেত্রে যে অসাধু, অপতৎপরতা রয়েছে সেখান থেকে বেরিয়ে এসে শিক্ষা, শিক্ষক ও শিক্ষার গুনগত মান উন্নয়নে সম্ভাবনার দ্বার উন্মোচন করতে ঐকান্তিক সহায়ক ভূমিকা পালনের মাধ্যমে, সরকার শিক্ষক নিয়োগের এই জটিলতা নিরসন করতে পারবে বলেই আমাদের আন্তরিক বিশ্বাস।

    বিনয়াবনত
    লেখক : জি. এম. ইয়াছিন ।
    ( পিএইচডি গবেষক)
    সাধারণ সম্পাদক
    কেন্দ্রীয় কমিটি,
    প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন।

    আরও খবর

    Sponsered content