• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    শিবগঞ্জে আনসার সদস্য আশা দেবীর হত্যার রহস্য অবশেষে উদঘাটন

      প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৩ , ৮:১০:৫৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ ওমর ফারুক ভ্রামোমান প্রতিনিধিঃ

    বগুড়ার শিবগঞ্জে পৌরসভার অন্তর্গত বানাইল এলাকায় নিজ ঘরে আনসার সদস্য আশা দেবি মহন্ত এর হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামি গ্রেফতার !

    সনাতন ধর্মের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা চলাকালে গত ২৩ অক্টোবর (সোমবার) রাত ১০টার সময় শিবগঞ্জ পৌরসভাধীন বানাইল উত্তরপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরের নিরাপত্তার জন্য কর্মরত আনসার ভিডিপি সদস্য আশা দেবী (৩১) স্বামী শ্রীঃ ভজন মোহন্ত, সাং-বানাইল, থানা শিবগঞ্জ, জেলা-বগুড়া পোশাক পরিবর্তনের জন্য তার নিজ বাড়ীতে যায়। পরবর্তীতে রাত ১১ টার সময় আশা দেবীর শ্বাশুড়ী ও জা বাড়ীতে গিয়ে মেইন গেটের দরজা লাগানো অবস্থায় পায়। ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে ঐ বাড়ীর পিছনের দরজা দিয়ে বাড়ীর ভিতরে প্রবেশ করে আশা দেবীর ঘরে প্রবেশ করলে তারা আশা দেবীর মৃত দেহ তার ঘরের মেঝেতে সোফার পার্শ্বে গলায় ওড়না পেচানো অবস্থায় ও পাশে একটি মোবাইল চার্জারের ক্যাবল পড়ে থাকতে দেখতে পায়।

    পরবর্তীতে লোকজনদের সহায়তায় তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঐ রাত অনুমান ১১ঃ৫০ মিনিট সময় মৃত ঘোষনা করেন। এ মৃত্যু সংক্রান্তে পরের দিন ২৪ অক্টোবর শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

    চাঞ্চ্যল্যকর এই হত্যা মামলাটির মূল রহস্য উদঘাটন, হত্যার সাথে জড়িত আসামী গ্রেফতারের জন্য তাৎক্ষনিক বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় জনাব মোঃ স্নিগ্ধ আখতার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বগুড়া এবং সিনিয়র সহকারি পুলিশ সুপার জনাব তানভীর হাসান মহোদয় এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রউফ, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ জিল্লুর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/মোঃ ইব্রাহীম হোসেন, শিবগঞ্জ থানা, বগুড়াসহ জেলা গোয়েন্দা শাখা, বগুড়ার একটি চৌকস টিম কাজ শুরু করে।

    পরবর্তীতে তথ্য প্রযুক্তি বিশ্লেষন পূর্বক গোপন সংবাদের ভিত্তিতে ২৫ অক্টোবর রাত অনুমান ১ঃ১৫ মিনিট সময় জনাব মোঃ স্নিগ্ধ আখতার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বগুড়া এবং সিনিয়র সহকারি পুলিশ সুপার জনাব তানভীর হাসান মহোদয় এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রউফ, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ জিল্লুর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/মোঃ ইব্রাহীম হোসেন, শিবগঞ্জ থানা, বগুড়াসহ জেলা গোয়েন্দা শাখা, বগুড়ার একটি চৌকস টিম শিবগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চ্যল্যকর আনসার ভিডিপি সদস্য আশা দেবী হত্যাকান্ডের সাথে জড়িত অভিযুক্ত ১। মোঃ নয়ন ইসলাম (২৩) পিতাঃ মোঃ রমজান আলী, মাতাঃ মোছাঃ মোর্শেদা বেগম একই গ্রাম বানাইল পশ্চিমপাড়া নিজ বাড়ি হতে গ্রেফতার করে ।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত অভিযুক্ত নয়ন ইসলাম জানায় যে, মৃত আশা দেবী ও অভিযুক্ত নয়ন প্রতিবেশী। প্রতিবেশী হওয়ার সুবাদে আশা দেবীর সাথে অভিযুক্ত নয়ন এর মাঝে মধ্যেই দেখা সাক্ষাৎ ও কথাবার্তা হতো। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এভাবে চলাকালে তাদের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক হয়। গত ০৩ (তিন) মাস পূর্বে অভিযুক্ত নয়ন অন্য একজন নারীকে বিয়ে করে। তারপর থেকে আশা দেবীর সাথে আসামী নয়ন মেলামেশা করা বন্ধ করে দেয় এটি নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য ও দ্বন্দ তৈরী হয়। তখন অভিযুক্ত নয়ন আশা দেবীকে হত্যার পরিকল্পনা করে । অভিযুক্ত নয়ন ভেবেছিল, তার ও আশা দেবীর সম্পর্কের কথা কেউ জানে না। পূর্ব পরিকল্পিতভাবে ঘটনার দিন ২৩ অক্টোবর রাত অনুমান ১০ঃ০০ টার সময় ডিউটিরত অবস্থায় আশা দেবী মন্দির থেকে পোশাক পরিবর্তন করার জন্য নিজ বাড়ীতে যাওয়ার পথে শিবগঞ্জ উপজেলা পরিষদের তারা পাম্পের গেটের সামনে আশা দেবীর সাথে অভিযুক্ত নয়ন এর দেখা হয়।

    আশা দেবী তার বাড়ির দিকে রওনা দিলে অভিযুক্ত নয়নও আশা দেবীর পিছে পিছে তার বাড়ির দিকে যায় । এক পর্যায়ে আশা দেবী বাড়িতে প্রবেশ করে মেইন গেইট বন্ধ করে দেয় । ঐ সময় আশা দেবীর বাড়িতে কেউ ছিল না। সবাই পূজা মন্ডপে ছিল। সেই সুযোগ বুঝে অভিযুক্ত নয়ন আশা দেবীর বাড়ির পিছনের ইটের প্রাচীর টপকিয়ে বাড়ির ভিতর প্রবেশ করে আশা দেবীর শয়ন ঘরে প্রবেশ করে। তখন পূজায় যাওয়ার জন্য আশা দেবী তার পরিহিত আনসার ভিডিপি’র পোষাক চেঞ্জ করছিল। অভিযুক্ত নয়নকে আশা দেবীর শয়ন ঘরে দেখে আশা দেবী রাগ করে। পরবর্তীতে অভিযুক্ত নয়ন আশা দেবীকে ফুসলিয়ে আশা দেবীর সাথে অন্তরঙ্গ সম্পর্ক করে। অভিযুক্ত নয়ন আশা দেবীর বিছানায় শুয়ে থেকে কিভাবে তাকে হত্যা করা যায় সেই চিন্তা করতে করতে অভিযুক্ত নয়ন আশা দেবীর দুই হাত পিছন দিক হতে মুঠি করে ধরে খাটের পাশে সোফায় থাকা মোবাইল চার্জারের ক্যাবল আশা দেবীর মুখের মধ্যে পেচিয়ে দিয়ে পাশে থাকা ওড়না দ্বারা আশা দেবীর গলা পেচিয়ে শ্বাস রোধ করে হত্যা করে এবং তার মৃত দেহ সোফার পাশে ফেলে রেখে অভিযুক্ত নয়ন বাড়ির পেছনের ইটের প্রাচীর টপকিয়ে পালিয়ে যায়।

    চাঞ্চল্যকর এই ক্লু-লেস হত্যা মামলার গ্রেফতারকৃত অভিযুক্ত নয়ন কে গত ২৫ অক্টোবর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালতে অভিযুক্ত নয়ন হত্যাকান্ডে নিজের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে । বগুড়া এর শিবগঞ্জ থানার এফআইআর নং-৪২ তারিখ-২৪ অক্টোবর ২০২৩ জিআর নং-৫০৮ ২৪ অক্টোবর ২০২৩।

    উক্ত ঘটনা সংক্রান্ত আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত পুলিশ সুপার বগুড়া জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয় প্রেস ব্রিফিং করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content