• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    বান্দরবানে আধুনিক বাস টার্মিনাল টানেলের শুভ উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

      প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৩ , ৫:৫৪:৫৬ প্রিন্ট সংস্করণ

    মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

    দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবানের বর্তমান বাসস্ট্যান্ড হয়ে প্রস্তাবিত কেন্দ্রীয় বাস টার্মিনাল হাফেজঘোনায় যাওয়ার পথে পাহাড়ি সড়কে নির্মিত ৫০০ ফুট আধুনিক বাস টার্মিনাল টানেল এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

    উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ আলম,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো: হারুন অর রশিদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ, পৌরসভার মেয়র মোঃ সামসুল ইসলাম,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত,সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, বান্দরবান মোটস্ এর স্বত্বাধিকারী বাবু অমল কান্তি দাশ,বান্দরবান এর প্রথম শ্রেণির ঠিকাদার আলহাজ্ব মূছা কোম্পানি, ঠিকাদার রাজু বড়ুয়া,ঠিকাদার হুমায়ুন, ঠিকাদার মো:সৌরভ চৌধুরী,সাঙ্গু উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো:কামাল পাশা,সাঙ্গু উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ইমান আলী,বান্দরবান পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান বাচ্চু,৯নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম রেজা’সহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ।

    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের বাস্তবায়নে ১১কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই টানেলটি। টানেল এর উদ্বোধনের ফলে বর্তমান বাসস্ট্যান্ড এলাকায় যানজট কমে আসবে এবং কাটা পাহাড় এলাকাটিতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধের শঙ্কা অনেকটাই কমে যাবে। ২৭শে অক্টোবর শুক্রবার সকালে বান্দরবান বাস স্টেশন এলাকায় টানেল এর উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী, এসময় মন্ত্রী বলেন বাস-স্টেশনের এই সড়কের দুই পাশেই পাহাড়, প্রতি বছর বর্ষায় পাহাড় ধ্বসে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়,এই পাহাড় ধ্বসের কারনে সাইড ওয়াল দিতে গিয়ে সমস্যার স্থায়ী সমাধানের জন্য টানেলটি নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণের ফলে চারপাশে থেকে যেমন পাহাড় ধ্বসে ক্ষয় ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে পাশাপাশি পর্যটন নগরী বান্দরবান আগত পর্যটকদের যাতায়াতে ভোগান্তি কমে আসবে এবং এটি একটি দর্শনীয় স্থান হবে।আগামীতে টানেল এর অভ্যন্তরে স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত বিভিন্ন ওয়াল পেইন্টিং করার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।
    এর আগে মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,বান্দরবান ইউনিটের বাস্তবায়নে ১ কোটি টাকা ব্যয়ে হাফেজগোনা এলাকায় রুমা বাস-স্টেশন এর নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

    এছাড়াও মন্ত্রী বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ১০ টি উন্নয়ন প্রকল্পে ৮ কোটি ৫ লক্ষ টাকা ব্যয়ে BHDC স্পোর্টস সেন্টার নির্মাণ,৫০ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ রেষ্ট হাউজ জামে মসজিদের জায়গায় মার্কেট নির্মাণ,৪৪ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান পৌর এলাকার উজানী পাড়া ৫নং ওয়ার্ডের বায়তুন নূর জামে মসজিদের অসমাপ্ত কাজ সমাপ্ত করণ,৪৪ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান সদর ইউনিয়নের লেমুঝিড়ি জ্ঞান দর্শন আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র নির্মাণ,৪০ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান ঠিকাদার কল্যাণ সমিতির ভবন নির্মাণ,৯০ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান কারাতে ক্লাব নির্মাণ,১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে মেঘলা জুনিয়ার হাই স্কুল নির্মাণ,৬০ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ রাস্তা হতেকমিউনিটি সেন্টার সংযোগ সড়কে ঝুলন্ত ব্রীজ নিৰ্মাণ,৫২ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চত্ত্বরে একটি বৌদ্ধ বিহারনিৰ্মাণ,১ কোটি টাকা ব্যয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণ সহ সর্বমোট ১৪ কোটি ৫ লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করেন। পরে মন্ত্রী স্থানীয় জনসাধারনের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

    আরও খবর

    Sponsered content