• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    গোমাতলী উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল শিশু-কিশোর উৎসব মঙ্গলবার

      প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৩ , ৫:৫৭:২৬ প্রিন্ট সংস্করণ

    এম আবু হেনা সাগর,ঈদগাঁও

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমানের কনিষ্ঠ সন্তান জাতিপুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শেখ রাসেল শিশু-কিশোর উৎসব। বঙ্গবন্ধু স্টাডি সার্কেলের উদ্যোগে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল দশ টায় গোমাতলী উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন হবে এই উৎসব। দিনব্যাপী শেখ রাসেল শিশু-কিশোর উৎসবে লিখন, চিত্রাংকন, কবিতা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানান, কক্সবাজার বঙ্গবন্ধু স্টাডি সার্কেলের মুখ্য সমন্বয়ক কবি মানিক বৈরাগী।

    শেখ রাসেল শিশু-কিশোর উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা শিশু সাহিত্যিক মো. নাছির উদ্দিন। উদ্বোধন করবেন, ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তালেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, গোমাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিল।

    গোমাতলী উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মুস্তফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য উৎসবে স্বাগত বক্তৃতা করবেন, শেখ রাসেল শিশু-কিশোর উৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক অধ্যাপক নুরুল হুদা। কবিতা উৎসব পরিচালনা করবেন বিশিষ্ট আবৃত্তিকার মিনহাজ চৌধুরী, চিত্রাঙ্কন উৎসব পরিচালনা করবেন বঙ্গবন্ধু স্টাডি সার্কেলের সমন্বয়ক ম ন আবছার এবং লিখন উৎসব পরিচালনা করবেন গোমাতলী উচ্চবিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম।

    শেখ রাসেল শিশু-কিশোর উৎসব উদযাপন পর্ষদের যুগ্ম-আহ্বায়ক ম ন আবছার ও মিনহাজ চৌধুরী জানান, কক্সবাজার বঙ্গবন্ধু স্টাডি সার্কেলের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলী উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল শিশু-কিশোরে উৎসব আয়োজন করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content