• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রাজনীতি

    নৌকার প্রার্থী বদল চেয়ে নওগাঁয় মতবিনিময় করলেন মনোনয়ন প্রত্যাশী শিষাণ

      প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৩ , ৩:৩৭:১৯ প্রিন্ট সংস্করণ

    স্টাফ রিপোর্টার:

    নওগাঁ সদর-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ জাতীয় মহিলা শ্রমিক লীগ পৌর শাখা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। শিষাণ পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন দেড় যুগ ধরে। মঙ্গলবার বিকেলে শহরের নতুন রেজিষ্ট্রি অফিস ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা শ্রমিক লীগের নওগাঁ পৌর শাখা এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন পৌর শাখার সভাপতি শাহানাজ আক্তার নাইস। পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামেদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী ও শাকিল আহমেদ বাদল, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, জাতীয় শ্রমিক লীগের নওগাঁ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক সোহেলসহ অনেকে। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রবীর দাস লাদু, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জাতীয় মহিলা শ্রমিক লীগের পৌর শাখার নেতৃবৃন্দ।

    নৌকার প্রার্থী বদল চেয়ে বক্তারা বলেন, আমরা এই আসনে দেওয়ান ছেকার আহমেদ শিষাণকে দেখতে চাই। কারণ শিষাণের দ্বারা যে কাজ সম্ভব, অন্য কারো দ্বারা সেটা সম্ভব না। তাই আমরা বলতে চাই মায়ের কোলে শিশুর ডাক, শিষাণ ভাই নৌকা পাক। পৌর আওয়ামী লীগের সভাপতি ও মনোনয়ন প্রত্যাশী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ বলেন, আমি ২০০৫ সাল থেকে অদ্যবধি সততার সহিত পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছি। কিন্তু আমাকে বারবার বঞ্চিত করা হয়েছে আমার কাঙ্খিত চাওয়া থেকে। আর সেটা করেছেন এই আসনের সাবেক ও বর্তমান এমপি। কারণ তাদের ভয় ছিল আমার গ্রহণ যোগ্যতা নিয়ে। কিন্তু আমি মানুষ, কোনো বাঘ ভাল্লুক নই। তাই এবার এই আসন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন চাইবো। আমার বিশ্বাস নেত্রী শেখ হাসিনা তৃনমুল নেতা-কর্মীদের কাছে গ্রহণ যোগ্যতা বিবেচনা করে আমাকে মনোনয়ন দিবেন। এবং আমিও আমার নেত্রীকে জয়লাভ করে এই আসন উপহার দিতে পারবো।

    আরও খবর

    Sponsered content