• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপ্ন পূরণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি

      প্রতিনিধি ৩ নভেম্বর ২০২৩ , ১:১৯:২৩ প্রিন্ট সংস্করণ

    কক্সবাজার প্রতিনিধি, মো:হোসেন সুমন,

    জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপ্ন পূরণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি, বাংলাদেশকে দারিদ্র্য মুক্ত, ক্ষুধা মুক্ত সোনার বাংলা গড়ে তোলার প্রচেষ্টাই কাজ করে আসতেছেন। সারাবাংদেশরে মাটিও মানুষের জন্য যে কাজ গুলি করতেছেন তার মধ্যে উল্লেখ্য যোগ্য লক্ষ্য উদ্দেশ্য পূরণ করেছেন হাজার হাজার অপতি, বিভিন্ন বাধার সমুখিন হয়ে এবং বহু জল্পনা কল্পনা মাঝে পদ্ম সেতু ও বঙ্গবন্ধু টেনেল উদ্বোধন হয়েছে।

    বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়েই দেখিয়ে দিয়েন মাননীয় প্রধানমন্ত্রী। এবং আরও বলেছেন এই সরকার জনগণের সরকার, এই সরকার কাজে বিশ্বাসী, এই সরকার জনগণকে আশ্রয় দেওয়ার সরকার, এই সরকার বিএনপি জামায়াতে মত,গাড়ি জ্বলে না,ককটেল নিক্ষেপ করে না, এসিড নিক্ষেপ করে না, মানুষ মারে না।এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি বিশেষ করে কক্সবাজারকে অন্তর্জাতিক পর্যটন রাজ ধানি ঘোষণা করেছেন। এবং কক্সবাজারবাসীর জন্য যে ক্রমাগত ক্রমে বিশেষ কিছু প্রকল্প শুভ উদ্বোধন করেছেন ও স্হাপন করেছেন, তাঁর মধ্যে উল্লেখ্য যোগ্য হলো, অন্তর্জাতিক বিমান বন্দর কাজ চলমান, ক্রিকেটে এষ্টোডিয়াম, খুরুশকুল
    আশ্রয় প্রকল্প, লিংকরোড় আইকনিক রেললাইন উদ্বোধন অপেক্ষামান, বিমান বাহিনী ঘাঁটি স্হাপন, সদর উপজেলা মডেল মসজিদ নির্মান, রামু সেনাবাহিনী নিবাস, মরিচ্য নতুন কারাগার নির্মান প্রকল্প স্হাপন, কক্সবাজার -টেকনাফ মেরিন ড্রাইভ রাস্তা নির্মাণ, বাহারছড়াতে কউক ভবন নির্মাণ, কক্সবাজার পৌরসভা আধুনিক ভবন নির্মাণ স্হাপন, কলাতলী বড়ছড়া দরিয়া নগর বোটানিক্যাল বিশব্বিদ্যালয়র নির্মান,বদরমোকাম থেকে খুরুশকুর নতুন ব্রিজ উব্দোধন অপেক্ষামান, কক্সবাজার শহরে চার লাইন রাস্তা নির্মাণ, টেকনাফ শাহপরীর দ্বীপ বিভিন্ন প্রকল্প স্হাপন, চকরিয়া নৌবাহিনীর ঘাঁটি স্হাপন, মহেশখালীতে, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ প্রকল্প চলমান, তাপ বিদ্যুৎ কেন্দ্র, আইকনিক ভবন নির্মাণ প্রকল্প স্হাপন, গ্যাস লাইন,সমুদ্র বন্দর স্হাপন ।এবং কক্সবাজারবাসাীর একটা দাবি কক্সবাজারকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি সিটি করপোরেশন ঘোষণা করবেন আশাবাদী। পরিশেষে নৌকা মার্কা সরকার বার বার দরকার।

    আরও খবর

    Sponsered content