• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    পটিয়ার ওকন্যারা গাউসিয়া কমিটির  পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও  ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন

      প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৩ , ২:০৫:৫০ প্রিন্ট সংস্করণ

    সেলিম চৌধুরী নিজস্ব সংবাদ দাতা:-

    গতকাল (০৩.১০.২০২৩) পটিয়াস্হ গাউসিয়া কমিটি বাংলাদেশ বড়লিয়া (ওকন্যারা) ৮নং ওয়ার্ড শাখার ব্যাবস্থাপনায়, গাউসিয়া কমিটি ওকন্যারা শাখার সভাপতি শেখ মফিজ আহমদের সভাপতিত্বে বড়লিয়া হাসপাতাল মাঠ প্রাঙ্গনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপিত হয়। এতে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেড, সিলেট শাখার ব্যাবস্থাপক জনাব কে এম আবুল হোসেন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বড়লিয়া ইউনিয়ন শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ আলী আকবর খান। প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন এস আলম সিমেন্ট লিমিটেডের ডি. জি. এম. মুহাম্মদ শফিকুল ইসলাম শোলক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাগরিকা শিপ ব্রেকিং ইন্ডাস্টিজ লিমিটেডের ব্যাবস্থাপক আলহাজ্ব মুহাম্মদ শাহাদাত হোসাইন।

    উক্ত মাহফিলে প্রধান আকর্শন হিসেবে গুরুত্বপূর্ণ তকরির পেশ করেন এশিয়ার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্টান, ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানীত ফকিহ হযরতুলহাজ্ব আল্লামা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজবী (মাঃজিঃআঃ)।

    প্রধান ওয়ায়েজিন হিসেবে গুরুত্বপূর্ণ তকরির পেশ করেন রাঙ্গুনীয়া রানিরহাট আল আমিন হামিদিয়া ফাযিল মাদ্রাসার আরবী প্রভাষক হজরতুলহাজ্ব আল্লামা আবুল কালাম বয়ানী (মাঃজিঃআঃ)। বিশেষ ওয়ায়েজিন হিসেবে উপস্থিত ছিলেন ওকন্যারা মুহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মুহাম্মদ মুজিবুল হক আলকাদেরী। আহমদিয়া করিমিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ কফিল উদ্দিন আলকাদেরী, কোলাগাঁও গাউসিয়া তৈয়্যবিয়া বাসেতিয়া সুন্নিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক আলহাজ্ব মৌলানা মুহাম্মদ ইসমাইল খান আজাদ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুহাম্মদ সেকান্দর সওদাগর, রোটারিয়ান গিয়াস উদ্দিন আহমেদ (পারভেজ), মো: দিদারুল আলম খান, মো: রহিম উদ্দিন মেম্বার, আলহাজ্ব হাবিব উল্লাহ, মো: ওমর ফারুক সুমন, মো: জাহাঙ্গীর আলম মাষ্টার, মো: হাসান (মামুন), মো: নাজিম উদ্দিন, মো: ইয়াকুব হোসাইন খান, আবদুল মান্নান, মো: তাজুল ইসলাম খান, মো: আবু তৈয়্যব, মো: মামুন খান, মো: দেলোয়ার হোসাইন, মৌলানা মুহাম্মদ ইমাম হোসাইন কাদেরী, মো: আলাউদ্দিন, মো: রেজাউল করিম সেলিম, মো: জাবেদ হোসেন রাইহান, মো: ইউনুছ (মুন্না) প্রমূখ। মাহফিল  মিলাদ-কিয়াম পরিচালনা করেন  হাফেজ মৌলানা মুহাম্মদ ইয়াকুব আলী। মাহফিল সঞ্চালনায় ছিলেন ব্যাংকার মুহাম্মদ হাসান।

    আরও খবর

    Sponsered content