• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    লামায় জাতীয় সমবায় দিবস উদযাপন

      প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৩ , ১২:৫৬:০১ প্রিন্ট সংস্করণ

    ইসমাইলুল করিম লামা প্রতিনিধি:

    পার্বত্য জেলার বান্দরবান লামা উপজেলায় জাতীয় সমবায় দিবস’২৩ পালন করেছে সমবায় বিভাগ। এ উপলক্ষে ৪ নভেম্বর শনিবার সকালে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর উপজেলা পরিষদ চত্বর থেকে ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে এক র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের নব নির্মিত হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

    লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে দিবসে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এসএম রাহাতুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কী রানী দাশ, বান্দরবান জেলা সমবায় বিভাগের পরিদর্শক আব্দুর রহিম, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মো. শাহ জাহান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ অতিথি হিসেবে ছিলেন।

    এতে মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান আব্দুর শুক্কুর, লামা কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাধারণ সম্পাদক বিপুল কান্তি নাথ ও মাতামুহুরী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক রাবেয়া বক্তব্য রাখেন। শেষে সমবায় খাতে অবদান রাখায় উপজেলার ৮টি সমবায় সমিতিকে সম্মাননা দেয় উপজেলা সমবায় বিভাগ।

    অতিথিরা বক্তব্য বলেন, সুখী সমৃদ্ধি সোনার বাংলা গঠনে সমবায় সমিতির বিকল্প নেই। তাই সবাইকে সমবায় সমিতি গঠন করে বেকারত্ব সমস্যার সমাধান করতে হবে।

    আরও খবর

    Sponsered content