• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • উদ্ভাবন

    বান্দরবানের রোয়াংছড়ি একাত্তর কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি

      প্রতিনিধি ৭ নভেম্বর ২০২৩ , ২:৩৮:১০ প্রিন্ট সংস্করণ

    মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

    প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারনে পাহাড়ের সবখানে উন্নয়নের সুবাতাস বইছে। এখন জেলার প্রতিটি উপজেলায় শিক্ষা,স্বাস্থ্য, যোগাযোগ সহ ব্যপক অবকাঠামো গত উন্নয়ন হয়েছে।

    এখন প্রত্যন্ত এলাকায় সড়ক ও ব্রিজ নির্মাণের ফলে স্থানীয় জনসাধারণ নিজেদের উৎপাদিত কৃষিজাত পণ্য খুব সহজেই জেলা শহরে বিক্রির জন্য আনতে পারছেন,ফলে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি সহ বেড়েছে জীবনযাত্রার মান।যার একমাত্র অবদান বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বের কারনে। তাই আগামীতেও এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামীলীগের বিকল্প নাই। রোয়াংছড়ি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন,ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর।

    বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার বেতছড়া ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। ৭ই নভেম্বর মঙ্গলবার সকালে বৈদ্যপাড়া, ২নং তারছা,বেতছড়া এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ৪কোটি টাকা ব্যয়ে একটি কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, এবং ৪৫ কোটি টাকা ব্যয়ে ৫ টি কাজ সহ সর্বমোট ৪৯ কোটি টাকা এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের বাস্তবায়নে ১৮কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে বেতছড়া এলাকায় সাঙ্গু নদীর উপর পিসি গার্ডার ব্রীজ নির্মাণ, ১কোটি ৩২লক্ষ টাকা ব্যয়ে বেতছড়া হেডম্যান পাড়া সেচ ড্রেইন নির্মাণ,১কোটি ১১ লক্ষ টাকা ব্যয়ে বৈদ্য পাড়া সেচ ড্রেইন নির্মাণ, কোটি ২লক্ষ টাকা ব্যয়ে মেরাই পাড়া সেচ ড্রেইন নির্মাণ, ৩০লক্ষ টাকা ব্যয়ে বেতছড়া বাজার জামে মসজিদ নির্মাণ সহ সর্বমোট ২১কোটি ৮৫লক্ষ টাকা ব্যয়ে ৫ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

    উদ্বোধন পরবর্তী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি উক্যচিং মারমা এর সভাপতিত্বে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী।
    উদ্বোধন ও মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা,ভাইস চেয়ারম্যান,মোঃ হারুন-অর- রশিদ,সহকারী পুলিশ সুপার আমজাদ হোসেন, বান্দরবান পৌরসভার মেয়র মোঃ সামসুল ইসলাম,নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খোরশেদ আলম,জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা,এলজিইডি বান্দরবান এর নির্বাহী প্রকৌশলী মোঃজিয়াউল ইসলাম মজুমদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মুহাম্মাদ ইয়াছির আরাফাত, রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাই মং মারমা’সহ সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content