• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব -৫ এর অভিযানে গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

      প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৩ , ১২:২৫:৫৫ প্রিন্ট সংস্করণ

    ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

    চাঁপাইনবাবগঞ্জে চালের বস্তার ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১০ কেজি গাঁজা সহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৫। সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, একটি আভিযানিক দল ১১ নভেম্বর ২০২৩ ইং রাত ১ :০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বিশ্বমোড় এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ বিশারত (৭০), (মূলহোতা), পিতা-মৃত গিয়াস উদ্দিন, মাতা-মৃত জায়েদা খাতুন, সাং-কালীগঞ্জ রহমত মোল্লারটোলা, মোঃ মজিবুর রহমান (৫১), পিতা-মৃত রুস্তম আলী, মাতা-মৃত রংফুল, সাং-কালীগঞ্জ মালোপাড়া, উভয় থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ দ্বয়কে ১০ (দশ) কেজি গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

    আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। নিয়মিত তারা কুমিল্লার সীমান্তর্তী এলাকা থেকে মাদক ক্রয় করে বিভিন্ন কায়দায় চাঁপাইনবাবগঞ্জে এনে বিক্রি করতো। এরূপ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব এর গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে ও এদের উপর নজরদারি বৃদ্ধি করে। গাঁজা সংগ্রহ করে কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আসছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি চৌকস আভিজানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদরের বিশ্বরোড মোড়ে পূর্বপরিকল্পনা মোতাবেক সাধারণ যাত্রী বেশে বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। ঢাকা থেকে আগত একটি বাস থেকে দুইজন ব্যক্তি সন্দেহজনক দুইটি চালের বস্তা সাথে নিয়ে নামলে আভিযানিক দল তাদেরকে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করলে দুইটি চালের বস্তার ভিতরে লুকানো অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করে। আটককৃত আসামীদ্বয়ের নামে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।

    উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে ।

    আরও খবর

    Sponsered content