• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    পটিয়ায় শ্রীমাই বালু মহল নিয়ে দু-গ্রুপের সংঘর্ষে আহত-১৪

      প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৩ , ১:৩৯:০৫ প্রিন্ট সংস্করণ

    চট্টগ্রাম প্রতিনিধি:-

    চট্টগ্রামের পটিয়ায় শ্রীমাই বালি মহালকে কেন্দ্র করে দু-গ্রুপের মধ্যে গুলি বিনিময় ও সংঘর্ষের ঘটনা ঘটেছে মর্মে অভিযোগ উঠেছে।গতকাল শনিবার (১১ নভেম্বর) বিকেল ৫টায় দিকে পটিয়ার শ্রীমাই খালের বালু মহালের এ ঘটনা ঘটেন বলে স্থানীয়দের  অভিযোগ। এতে হামলায় বালু ইজারাদারের ২টি স্কেবেটর, ২টি মোটর সাইকেল, বালু উত্তোলনের ডেজার ভাঙচুর করা এবং চালকসহ ৮ জনকে আহত করেছেন বলে সুএে জানাযায়   ইজরাদার পক্ষের আহতরা হলেন, স্কেবেটর চালক আলমগীর, মাহমুদ উল্লাহ, জুনায়েদ উদ্দিন, বোরহান উদ্দিন নাছির, আবদুল মন্নান, মহিউদ্দিন, রোকন। অপর পক্ষের আহতরা হলেন মাসুম, রাজীব, সাইমন, ইউনুছ, ইদ্রিস, মারুফ, শাকিল। খবর পেয়ে পটিয়া থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন স্থানীয় কৃষক ও জনসাধারন। বর্তমানে বাহুলী সিকদার পাড়া- মিএ পাড়া ও শ্রীমাই বালু মহল, শ্রীমাই ব্রিজ এবং গিরিশ চৌধুরী বাজার এলাকায় থমথমে অবস্থা  বিরাজ করছে দু’পক্ষের লোকজনের অবস্থান নেওয়ার কারণে।

    নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক কৃষকেরা জানান, শনিবার বিকেলে হটাৎ করে বাহুলী এলাকা থেকে ৫০/৬০ যুবক দেশি অস্ত্র-সন্ত্র নিয়ে শ্রীমাই খালে আসেন। এ সময় ইজরাদারকৃত বালু উত্তোলনের স্কেবেটর ও ডেজার ভাংচুর করলে দু’পক্ষের মধ্যে সংর্ঘষ সৃষ্টি হয়। এ সময় উভয়ে মধ্যে পাকা গুলি বিনিময় ও ই্ট পাটকেল নিক্ষেপ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে দু’পক্ষ পালিয়ে যায়।

    ইজরাদার হোসাইন মুহাম্মদ ইব্রাহিম এর সহযোগি আহত বোরহান উদ্দিন নাছির জানান, চট্টগ্রাম জেলা প্রশাসনে থেকে ইজরা পেয়ে শ্রীমাই খাল থেকে প্রতিদিনের মত বালু উত্তোলন করছে শ্রমিকরা। কিন্তু পূর্বে ইজরাদার শ্রীমাই বালু মহলে ইজরা না পাওয়ায় প্রায় সময় সন্ত্রাসী বাহিনী নিয়ে বালু উত্তোলনে বাধাঁ সৃষ্টি করে এবং চাঁদা দাবি আসছে। গতকাল শনিবার বিকেলে পূর্বের ইজরাদার মোতাহেরুল ইসলামের নেতৃত্ব ৫০/৬০ জনের একটি বাহিনী বাহুলী এলাকা শ্রীমাই খালে অর্তকিত হামলা চালায়। এ সময় বালু উত্তোলন কাজে নিয়োজিত ৮ জনকে আহত করা হয়েছে দাবি করেন।এতে স্কেবেটর, ডেজার ও মোটর সাইকেল ভাংচুর চালিয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকা ক্ষতিসাধন করছেন বলে অভিযোগ তুলেন।

    অপর পক্ষে’র মোহাম্মদ মোতাহেরুল ইসলাম জানান, শ্রীমাই এলাকা কৃষি জমি থেকে বালু উত্তোলন করায় এলাকাবাসীরা প্রতিবাদ করেন। এতে বালু উত্তোলনকারীরা দেশীয় অস্ত্র-সন্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় তাদের বেশ কয়েকজন আহত হয়েছে বলে তিনি জানান। তবে তিনি এ ঘটনার সাথে জড়িত নয় বলে জানান।  মোতাহারুল জানান, একটি সংঘবদ্ধ কুচক্রী মহল তার সামাজিক সন্মান হানির চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ তুলেন।

    পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানান, পটিয়া শ্রীমাই বালু মহলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটেছে। এক পক্ষ অপর পক্ষকে তাড়িয়ে নিজের নিয়ন্ত্রণে নিতে চায় বালু মহাল। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে গুলি বিনিময়ে কোন তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

     

    আরও খবর

    Sponsered content