• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    অভয়নগরে এ কেমন নিষ্ঠুরতা ২টি খাসি ছাগল জবাই করে চামড়া নিয়ে পলায়ন চোর চক্রের

      প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৩ , ২:৪৩:১৯ প্রিন্ট সংস্করণ

    মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

    যশোরের অভয়নগরে বাগদাহ গ্রামের কামরুল মুন্সির গোয়াল ঘর থেকে ২ টি খাসি ছাগল জবাই করে ভুড়ি রেখে মাংস ও চামড়া নিয়ে পালিয়ে গেছে চোর চক্র। ভুক্তভোগীরা এ ঘটনায় থানা পুলিশকে খবর দিলে। পুলিশ এসে ঘটনা স্থাল পরির্দশন করেছেন। জানা গেছে, সোমবার ভোর রাতে একটি চোর চক্র বাগদাহ গ্রামের কামরুল মুন্সির গোয়াল ঘর থেকে ২ টি খাঁিস ছাগল জবাই করে। পরে ভূড়ি রেখে মাংস ও চামড়া নিয়ে পালিয়ে যায়। গোয়ালে থাকা ছাগলের খাবারে ঝুঁিড়তে ভুড়ি রেখে যায় এই চোর চক্র। গোয়াল ঘরটি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। কামরুল মুন্সির বাগদাহ গ্রামের আজিজ মুন্সির ছেলে। প্রতিবেশী মোস্তফা কামাল বলেন, ঘটনাটি জানার পর আমরা এলাকাবাসীরা মিলে পুলিশে খবর দেওয়া হয়। গাজীপুর কাম্পের আইসি আনিসুর রহমান এসে তদন্ত কার্য করতে থাকে। এর আগে এ এলাকা থেকে একটা ছাগল ও কোটা গ্রামের দুইটি ছাগল জবাই করে ভুড়ি রেখে মাংস ও চামড়া নিয়ে পালিয়ে যায় একটি চোর চক্র। কামরুল মুন্সি জানান, রাতে ছাগলদের খাবার দিয়ে তিনি ঘরে শুয়ে পড়েন। ভোর রাতে কে বা কারা তার ২ টি খাঁিস ছাগল জবাই করে ভুড়ি রেখে মাংস ও চামড়া নিয়ে যায়। তার ক্ষতি হয়েছে প্রায় ১৮ হাজার টাকা। এ ব্যাপারে থানার অফির্সাস ইনর্চাজ এবিএম মেহেদী মাসুদ বলেন, এ ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে। এই চক্রকে ধরতে পুলিশের দুটি টিম কাজ করছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

    আরও খবর

    Sponsered content