• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    বান্দরবানে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

      প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৩ , ৭:৩২:৫১ প্রিন্ট সংস্করণ

    মুহাম্মদ আলী স্টাফ রিপোর্টার:

    “ডায়াবেটিস এর ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন’’
    এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। সকালে বান্দরবান ডায়াবেটিক হাসপাতাল মিলনায়তনে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে র্র্যালী ও আলোচন সভা অনুষ্টিত হয়।

    বান্দরবান ডায়াবেটিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু নাসের এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান ডায়াবেটিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম বাবুল,সমিতির নির্বাহী সদস্য আলহাজ্ব আবুল বশর সওদাগর, নির্বাহী সদস্য আলহাজ্ব মোঃ খোরশেদুল আলম,ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা:জেনিফার তানজিয়া,ডায়াবেটিক হাসপাতালের সহকারী ক্যামিস্ট ওয়াং ম্যাথুই মারমা,ডায়াবেটিক হাসপাতালের হিসাব রক্ষক মেকি প্রু মারমা,ডায়াবেটিস হাসপাতালের কর্মরত মোঃবাম্পার’সহ আরো অনেকে।

    বিশ্বব্যাপী ৪২ কোটি ২০ লাখ প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠী ২০১৪ সালে ডায়াবেটিসে আক্রান্ত ছিল। ১৯৮০ সালে যেখানে সংখ্যাটা ছিল ১০ কোটি ৮০ লাখ। সেই হিসেবে ১৯৮০ সালের ৪ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ২০১৪ সালে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫ শতাংশে। এখনো সারা বিশ্বে ৪২ কোটি ৬০ লাখ মানুষ ডায়াবেটিস নিয়ে বসবাস করছে। ইনসুলিন আবিষ্কারের ১০০ বছর পেরিয়েছে। কিন্তু এখনো যে যত্ন ডায়াবেটিস আক্রান্তদের পাওয়ার কথা তা তারা পাচ্ছে না।

    ডায়াবেটিস নিয়ে সচেতনতা আরো বাড়াতে পালন করা হচ্ছে দিবসটি। এবারের ডায়াবেটিস দিবসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুধু চ্যালেঞ্জগুলোই তুলে ধরবে না, বরং সমাধানও তুলে ধরবে যেন ওষুধ ও যত্ন নিশ্চিত করা যায়। বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের বিষয়াদি উন্নয়নে দিবসভিত্তিক আয়োজন একটি বাড়তি সুযোগ প্রদান করে। তবে সেসব কাজ সম্পন্ন করতে হয় সমন্বিত ও স্বতন্ত্রভাবে। সুস্থ থাকার জন্য ডায়াবেটিস রোগ নিরাময়ে সকলকে সর্তকতা অবলম্বন করে ডায়াবেটিক নিয়ন্তন করার আহব্বান জানানো হয়। শেষে শতাধিক রোগীর মাঝে বিনা মূল্যে ডায়াবেটিক পরীক্ষা ও ফ্রিতে ঔষদ বিতরন করা হয়।

    আরও খবর

    Sponsered content