• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    মানিকছড়িতে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ সমাপ্ত

      প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২৩ , ২:৫৭:৩৮ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

    পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ বিষয়ক তিন দিন ব্যাপি প্রশিক্ষণ আজ সমাপ্ত হয়েছে।

    ১৬ নভেম্বর-২০২৩ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় মানিকছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ বিষয়ক তিন দিন ব্যাপি প্রশিক্ষণ আজকে সমাপ্ত হয়েছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিলন কৃঞ্চ চাকমা’র সঞ্চালনা ও উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করেন মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে স্বাগত আলোচনা করেন ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, মানিকছড়ি উপজেলা
    মৎস্য অফিসার, প্রনব কুমার সরকার প্রমুখ।

    এ ছাড়া উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক শরৎ কুমার ত্রিপুরা এবং খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা, ড. মো. আরিফ হোসেন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পার্বত্য অঞ্চলে জলাশয়ের অভাব, পতিত জমিতে ক্রিক বাঁধ দিয়ে জলাশয় তৈরি করে মাছের উৎপাদন বৃদ্ধি করতে হবে। তিনি আরও বলেন, এ প্রকল্পের আওতায় পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ২৬ টি উপজেলায় কাজ করছে মৎস্য বিভাগ। তাই সকল প্রশিক্ষণার্থীদের মনোযোগ সহকারে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে হবে। উল্লেখ্য, যে উপজেলার ২০ জন মৎস চাষী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

    তিন দিন ব্যাপী কার্প জাতীয় মৎস্য চাষ বিষয় প্রশিক্ষণে যে বিষয় নিয়ে আলোচনা করা হয়, প্রকল্প পরিচিতি ও মাছ চাষ সম্পর্কে প্রাথমিক আলোচনা, কার্প জাতীয় মাছের পরিচিতি, আদর্শ পুকুর বা ক্রিকের বৈশিষ্ট, মাছ চাষে মাটি ও পানির ভৌত এবং রাসায়নিক গুনাগুণ, পুকুর বা ক্রিক প্রস্তুতি ও চুন প্রয়োগ, সার প্রয়োগ এবং মাছের প্রাকৃতিক খাদ্য পরীক্ষা। মজুদ ঘনত্ব, পোনা মজুদ ও মজুদকালীন ব্যবস্থাপনা, মাছের সম্পূরক খাদ্য ও খাদ্য ব্যবস্থাপনা, মাছের নমুনায়ন, আহরন ও আহরণোত্তর পরিচর্যা, পরিবহণ ও বাজারজাতকরণ, উত্তম মৎস্য চাষ অনুশীলন (GPA), মাছ চাষে ঝুঁকি ও রোগ ব্যবস্থাপনা, মাছ চাষে আয়-বায় বিশ্লেষণ, রেকর্ড সংরক্ষণ ও অনুশীলন। মৎস্য আইন প্রতিপালন এবং মাদক, বাল্য বিবাহ ও যৌতুক বিরোধী আলোচনা।

    মাঠ পরিদর্শনে রাঙ্গামাটি জেলায় কাউখালীতে অবস্থিত কাউখালী মিনি হ্যাচারি পরিদর্শন শেষে পরিদর্শনের সার সংক্ষেপ আলোচনা, প্রশিক্ষণ পরবর্তী মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মৎস্য চাষের (১৬ নভেম্বর-১৮ নভেম্বর-২০২৩ খ্রি.) তিন দিন ব্যাপী এই প্রশিক্ষণের সমাপ্ত হয় ।

    আরও খবর

    Sponsered content