• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দান উৎসবে পার্বত্য মন্ত্রীর শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা 

      প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৩ , ৫:৪৫:৫৫ প্রিন্ট সংস্করণ

    মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

    বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে। শনিবার ১৮নভেম্বর বান্দরবান সদরের রোয়াংছড়ি বাসস্টেশন সংলগ্ন দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপন পরিষদ ও সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকার আয়োজনে দানোত্তম এই শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়।

    কঠিন চীবরদান উপলক্ষে ভোর ৫টায় বিশ্বশান্তি মঙ্গল কামনায় সূত্রপাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, পূজনীয় ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান ও কঠিন চীবরদান ও ধর্মদেশনা প্রদান করা হয়।

    এসময় চীবর,শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন ঢাকা মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথের, রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক বিহারাধ্যক্ষ ভদন্ত মেত্তাবংশ মহাথের, জামিজুরী সুমনাচার বিদর্শন আরাম বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলরক্ষিত মহাথের, চেমী কপিলা বস্তু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত কথাশিল্পী দীপংকর মহাথের, জ্ঞানরত্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত সত্যজিত মহাথের, চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া ভিক্ষু সমিতির মহাসচিব ভদন্ত এস, ধর্মতিলোক থের, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত চন্দ্র জ্যোতি স্থবির, আবাসিক ভিক্ষু ভদন্ত পরমানন্দ ভিক্ষুসহ বিভিন্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষরা।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মাহমুদুল হাসান পিএসসি, অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহ আলম, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু, জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাবেক সভাপতি বেসান্ত বড়ুয়া, সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ বড়ুয়া, বান্দরবান পৌরসভার সাবেক প্যানেল মেয়র দিলীপ বড়ুয়া, সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি চৌধুরী প্রকাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক অসীম বড়ুয়া, অর্থ সম্পাদক রুপন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক আশীষ বড়ুয়া,ভান্ডার রক্ষক সম্পাদক নিপু বড়ুয়া,দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপন পরিষদের সভাপতি সম্পদ বড়ুয়া, সাধারণ সম্পাদক রাজীব বড়ুয়া, অর্থ সম্পাদক রাহুল বড়ুয়া ছোটন,সুগত প্রিয় বড়ুয়া’সহ বিহারের দায়ক- দায়িকা ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সূত্রে জানান, চব্বিশ ঘন্টার মধ্যে টাটকা চীবর (কাপড়) তৈরি করার পর তা ভিক্ষুদের দানের মাধ্যমে কায়িক, বাচনিক ও মানসিক পূণ্য সঞ্চয় হয় বলেই বৌদ্ধ শাস্ত্রে এই দানকে ‘শ্রেষ্ঠদান’ কিংবা কঠিন চিবর দান বলে, আর এই কঠিন চীবর দানের মধ্য দিয়ে সুখ শান্তি লাভের আশায় বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বীরা পুরো মাস জুড়ে বিভিন্ন বৌদ্ধ বিহারে বিহারে জড়ো হয়ে চীবর তৈরি করে বৌদ্ধ ভিক্ষুদের প্রদান করে। কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে আধুনিক বান্দরবানের রুপকার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয় এর শারীরিক সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

    আরও খবর

    Sponsered content