• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খেলাধুলা

    তানোরে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৩ , ৩:০৩:৪১ প্রিন্ট সংস্করণ

    তানোর প্রতিনিধি:

    রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার সাদিপুর সমাজ কল্যান সমিতির আয়োজনে ৩ দিনব্যাপী মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকায় টাইবেকারে কাকনহাট মাসুদ হোটেল একাদশ কে পরাজিত করে গোদাগাড়ীর নারায়ন পুর মুরসালিন একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (১৮নভেম্বর) বিকেলে মুন্ডুমালা ফজর আলী মোল্লা কলেজ মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা। এতে প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ ও বক্তব্য রাখেন এবং বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি হিসেবে ১১০ সিসির ডিসকোভার মোটরসাইকেলের চাবি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেন। পরাজিত কাকনহাট মাসুদ হোটেল একাদশ কে ১০০ সিসির হিরো হোন্ডার চাবি তুলে দেন অতিথি মেয়র সাইদুর রহমান। এর আগে জমকালো আয়োজনের মাধ্যমে ফাইনাল খেলার উদ্বোধন করেন খেলার প্রধান পৃষ্ঠপোষক মেয়র সাইদুর রহমান।

    জানা গেছে, সাদিপুর সমাজ কল্যান সমিতির আয়োজনে গত বৃহস্পতিবার ৩ (দিনব্যাপী) মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। খেলায় বিভিন্ন এলাকার ১৬টি ফুটবল দল অংশ গ্রহন করেন। রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন এনামুল হক, সঞ্জু ও মাসুদ। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন, আলাল, রায়হান ও মমিনুল। খেলায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পৌর এলাকার মুক্তিযোদ্ধারা, বিশিষ্ট সমাজ সেবক, মুন্ডুমালা পুলিশ ফাঁড়ির আইসি মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এটিএম কাউসার, পৌর কর্মকর্তা ও কাউন্সিলরগণ। ফাইনাল খেলা উপভোগ করেন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার ফুটবলপ্রেমীরা।

    আরও খবর

    Sponsered content