• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    ফাইতংয়ে মুরগি ফার্মে বৈদ্যুতিক শকে বৃদ্ধের মৃত্যু

      প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৩ , ৯:৫৩:৫৩ প্রিন্ট সংস্করণ

    ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:

    পার্বত্য জেলা বান্দরবানের লামায় ফাইতং মুরগির ফার্মে বৈদ্যুতিক শকে নুরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত নুরুল ইসলাম ওই এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে।মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার ফাইতং ইউনিয়নের ৫নং ওয়ার্ড সুতাবাদী পাড়ায় এ ঘটনা ঘটে।

    নিহতের বড় ছেলে নজরুল ইসলাম বলেন, সকালে নিজের মুরগির ফার্মের মুরগির বাচ্চা কারেন্ট দ্বারা হিট দেওয়ার সময় অসর্তকতাবশত কারেন্টের শক লেগে আমার বাবার মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমাদের পরিবারের কারো কোন অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়া লাশের শেষকার্য্য সম্পাদন করতে অনুরোধ করেছি।

    ফাইতং ইউপি চেয়ারম্যান মো. ওমর ফারুক বলেন, শোনামাত্র আমরা নিহতের বাড়িতে যাই। নুরুল ইসলাম ভালো মানুষ ছিল। নিহতের হাতে বৈদ্যুতিক শক লাগার দাগ আছে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। নিহতের পরিবারের লোকজন বিনা ময়নাতদন্তে লাশের দাফন কাফন করতে অনুমতি চাচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি সাপেক্ষে এই বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে।

    তিনি মৃত্যুকালে স্ত্রী ৩ছেলে, ২মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান।

    তাঁর মৃত্যুতে ইউপি চেয়ারম্যান মো. ওমর ফারুক, আওয়ামিলীগ সহসভাপতি শহিদুল্লাহ মিন্টু, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ জুবাইরুল ইসলাম জুবাইর সহ অনেকে গভীর শোক প্রকাশ করেছেন। আজ বিকাল ৪টায় খেদারবান পাড়া জামে মসজিদ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

    আরও খবর

    Sponsered content