• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ধর্ম

    মাধবপুরের সুরমা চা বাগান ২০নং বিভাগে জগদ্ধাত্রী দেবীর বিসর্জনের মধ্য দিয়ে বিদায় জানালেন চা শ্রমিক ও সনাতন ধর্মাবলম্বীরা

      প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৩ , ৪:২৪:৪৮ প্রিন্ট সংস্করণ

    রিপোর্টার বাবলু তন্তবায় দীপু, চুনারুঘাট হবিগঞ্জঃ

    সারা দেশের মত হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগান ২০ নং বিভাগে জগদ্ধাত্রী দেবীর বিসর্জনের মধ্যে দিয়ে বিকাল তিন ঘটিকায় পুকুর ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। সে ক্ষেত্রে জগদ্ধাত্রী দেবীর বিদায় জানাতে এসময় পুকুর ঘাটে সিলেট বিভাগের শত শত মানুষের আগমন ঘটে। এতে বিশেষ করে পূজা কমিটি সহ ভক্ত বৃন্দরা জগদ্ধাত্রী দেবীকে কাঁধে করে গোটা এলাকা প্রদর্শন করে।
    জগদ্ধাত্রী দেবীর বিসর্জনের সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ওয়ার্ড মেম্বার লতিফ মিয়া, সাবেক মেম্বার রেবন্ত তন্তবায়, ডাঃ রংলাল তন্তবায়, ডাঃ নন্দিতা আচার্য, সুবাস তন্তবায় এবং অত্র চা বাগানের সভাপতি কমল রাজপ্রধান সহ আরো অনেক।
    এতে জগদ্ধাত্রী পুজা গত তিন দিন ধরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রথম পর্ব গত মঙ্গলবারের নবমী পুজা, বুধবারে দশমী পুজা এবং বৃহস্পতিবারে একাদশী ও বিসর্জনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে উৎসাহ উদ্দীপনায় মুখরিত হয়েছে সনাতন ধর্মের ধর্মাবলম্বীরা।
    অনুষ্ঠানে অত্র চা বাগানের সভাপতি কমল রাজপ্রধান বলেন, আমরা অনেক আনন্দ মুখরিতর হয়েছি। এতে অনুষ্ঠানে কোনো বিশৃঙ্খলা ঘটে নি। অত্র চা বাগানে পুজা উপলক্ষে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।
    এদিকে পৌরহিত্য সাধন পান্ডে বলেন, অতন্ত্য আনন্দ উল্লাসের মাধ্যমে আমরা জগদ্ধাত্রী পুজা অনুষ্ঠিত করেছি। তাই আজকে বিদায়ের শেষ দিন। এতে সুন্দর এবং সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। তাই সুরমা চা বাগানের চা শ্রমিকদ ভাই বোন সহ সবাইকে ধন্যবাদ জানাই।

    আরও খবর

    Sponsered content