• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    বান্দরবানে এপিবিএন এর অভিযানে ৫০লিটার চোলাই মদসহ আটক ১

      প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৩ , ৪:৫৩:৫০ প্রিন্ট সংস্করণ

    মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি ;

    বান্দরবান ২ এপিবিএন, মেঘলা, বান্দরবানের মাননীয় অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর দিক নির্দেশনায় এসআই (নিঃ)/মাইকেল বনিক ও এএসআই মোঃ রবিউল করিম সিকদার এবং সঙ্গীয় ফোর্সসহ শনিবার ২৫নভেম্বর বান্দরবান সদর থানাধীন এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালীন সদর থানাধীন মাঝের পাড়া এলাকায় অবস্থানকালে সন্ধ্যায় ৬টায় সময় গোপন সংবাদের ভিত্তিতে ০৪নং সুয়ালক ইউনিয়নের বান্দরবান বিশ্ববিদ্যালয়ের তিন রাস্তার মোড়ের সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সন্ধ্যায় সাড়ে ৬টার সময় আসামী নয়ন তংচঙ্গা (৪০), পিতা- বীগনো সেন, মাতা- পুর নবী, বর্তমান সাং- নীলাচল টাইগার পাড়া, থানা- বান্দরবান সদর, স্থায়ী সাং- ক্যাং পাড়া, খানা- রোয়াংছড়ি, জেলা- বান্দরবান’কে তল্লাশি করে তাকে আটক করার হয়েছে! সূত্রে জানা যায় আটককৃত আসামী কাছ থেকে একটি তিন চাকা বিশিষ্ট কালো হলুদ রংয়ের মাহিন্দ্রা গাড়ীর ড্রাইভিং সিটের নিচে দুই লিটার প্লাস্টিকের পানির বোতলে ৫টি বোতল দেশীয় তৈরি চোলাই মদ ও পিছনের ডালার ফাঁকা জায়গার মধ্যে হইতে ২০টি বোতল যাহার প্রতিটি দুই লিটার প্লাস্টিকের বোতলে দেশীয় তৈরি চোলাই মদসহ মোট ২৫টি বোতল যাহা সর্বমোট ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, যাহার মূল্য ২০হাজার টাকা এবং একটি তিন চাকা বিশিষ্ট নম্বর প্লেট বিহীন কালো হলুদ রংয়ের মাহিন্দ্রা গাড়ী যাহার পিছনে ইংরেজিতে ATUL লেখা আছে। বর্ণিত আলামত উপস্থিত সাক্ষিদের মোকাবেলায় জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মামলা রুজু করা হবে!

    আরও খবর

    Sponsered content