• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রাজনীতি

    বগুড়া-৩: প্রার্থীতা ফিরে পেলেন অজয়

      প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৩ , ১০:৫৬:১২ প্রিন্ট সংস্করণ

    সজীব হাসান , (বগুড়া) প্রতিনিধি:

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা ফিরে পেয়েছেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী অজয় কুমার সরকার। হাইকোর্টের আদেশে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন তিনি। অজয় কুমার সরকারের আইনজীবী জহির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল বুধবার বেলা তিনটার নির্বাচন ভবনের অডিটোরিয়াম হল রুমে আপিল শুনানির পর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা অজয় কুমার সরকারের মনোনয়নপত্রের বৈধতার রায় দেন। এতে করে তার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো আইনগত বাধা থাকল না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অজয় বগুড়া-৩ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। তিনি আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য। অ্যাডভোকেট জহির উদ্দীন বলেন, ‘ক্রেডিট কার্ডের ৩ হাজার ১০০ টাকা ঋণ খেলাপীর জন্য জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম তার (অজয় কুমার সরকার) প্রার্থীতা বাতিল করেছিলেন। পরে আমরা আপিল করি। শুনানি শেষে প্রার্থীতা ফিরিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দের নির্দেশ প্রদান করেন।’অজয় কুমার সরকার বলেন, আমি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়ে পাইনি। তবে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। জনগণ আমাকে চায়। আমি জনগণের সেই ভালবাসার প্রতিদান দিতে চাই। আজ আপিলে প্রাথমিক বিজয় হয়েছে। প্রাথমিক বাচাই-বাছাই বাতিল হওয়া প্রার্থীতা আমি আপিল শুনানিতে আজ ফিরে পেয়েছি। আমি মনে করি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে।

    আরও খবর

    Sponsered content