• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারনায় প্রার্থীরা

      প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৩ , ২:৫৭:১০ প্রিন্ট সংস্করণ

    রায়হান উদ্দিন( কক্সবাজার)

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেয়া শুরু হয়েছে। সকাল থেকে রিটার্নিং কর্মকর্তারা সারা দেশে এক যোগে প্রতীক বরাদ্দ দিচ্ছেন।

    কক্সবাজারে( ১৮ ডিসেম্বর) সকাল ১১ টায় কক্সবাজার রিটার্নিং কর্মকর্তার ও জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান জেলা প্রশাসক কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আর প্রতীক পেয়েই প্রচারে নামছেন প্রার্থীরা।

    কক্সবাজার জেলার বিভিন্ন আসনে যে প্রতীক পেয়েছেন প্রার্থীরা।

    কক্সবাজার- ১ ( চকরিয়া – পেকুয়া): ১.বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, হাতঘড়ি ২.জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী হোসনে আরা- নাঙল ৩.ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী আবু মোহাম্মদ বশিরুল আলম- হাতুড়ি
    ৪.বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোহাম্মদ বেলাল উদ্দিন, মোমবাতি
    ৫.স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জাফর আলম- ট্রাক
    ৬.স্বতন্ত্র প্রার্থী তানভির আহমদ সিদ্দিকীতুহিন- ঈগল ৭.স্বতন্ত্র প্রার্থী কমর উদ্দিন আরমান- কলারছড়ি

    কক্সবাজার- ২ (মহেশখালী-কুতুবদিয়া):
    ১.আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক- নৌকা
    ২.ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির মাহাবুবুল আলম-আম
    ৩.ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ জিয়াউর রহমান-চেয়ার, ৩.ইসলামী ঐক্যজোটের মো. ইউনুস- মিনার
    ৪.বাংলাদেশ সুপ্রিম পার্টি- বিএসপির মোহাম্মদ খাইরুল আমিন – একতারা ৫.বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমএর মোহাম্মদ শরীফ বাদশা- নোঙর

    কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও):
    ১.বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইমুম সরওয়ার কমল- নৌকা।
    ২.জাতীয় পার্টির এড. মোঃ তারেক- লাঙ্গল।
    ৩.কল্যাণ পার্টির আবদুল আওয়াল মামুন- হাতঘড়ি।
    ৪.বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট মোহাম্মদ ইব্রাহিম-টেলিভিশন।
    ৫. বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ শামীম আহসান ভুলু- কুঁড়েঘর

    কক্সবাজার-৪ (টেকনাফ- উখিয়া) :-
    ১.আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার-নৌকা
    ২.জাতীয় পার্টির নুরুল আমিন সিকদার ভুট্টো- লাঙল
    ৩.বাংলাদেশ কংগ্রেস মোঃ ইসমাইল- ডাব
    ৪.তৃণমূল বিএনপির মুজিবুল হক মুজিব- সোনালী আঁশ
    ৫.ইসলামী ঐক্যজোট মোহাম্মদ ওসমান গনি চৌধুরী- মিনার
    ৬.ন্যাশনাল পিপলস পার্টির ফরিদ আলম-আম

    প্রতীক পেয়ে আনন্দিত জননেতাগণ।বিকাল থেকে বিভিন্ন স্থানে প্রচারনা করতে দেখা যায়।শুরু হয়ে গেছে নৌকা মার্কার প্রচারনা।

    আরও খবর

    Sponsered content