• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    ইমাম শাফেয়ী রহঃ এর সংক্ষিপ্ত জীবনী

      প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২৩ , ১২:০০:০২ প্রিন্ট সংস্করণ

    ইসলামী শরীয়তের বিধি-বিধান সন্নিবেশিত করে ইলমুল ফিকহ সংকলন ও মাযহাব প্রতিষ্ঠার মাধ্যমে যে চারজন মহাপুরুষ ও মুজতাহিদ মুসলিম জাহানের চির স্মরণীয়, বরণীয় ও অনুকরণীয় তার মধ্যে অন্যতম একজন ইমাম শাফেয়ী রহঃ।

    ★ইমাম শাফেয়ী রহঃ এর নাম উপনাম ও বংশপরিচয়ঃ- ইমাম শাফেয়ী রহঃ এর নাম হলো মোহাম্মদ এবং পিতার নাম ইদ্রিস। তাঁর উপনাম হলো আবু আব্দুল্লাহ এবং তাঁর আরেকটি উপাধি হল “নাসিরুল হাদীস’’ হাদীসের সাহায্যকারী। কারণ হাদীস সংগ্রহ, সংকলন, বিশেষ করে হাদীসের যাচাই-বাছাইয়ে তিনি সর্ব প্রথম অবদান রাখেন।তিনিই সর্ব প্রথম হাদীস শাস্ত্রের নীতিমালা প্রণয়নে কলম ধরেন ‘‘আর রিসালাহ ও আল উম্ম’’ গ্রন্থদ্বয়ে। অতঃপর সে পথ ধরেই পরবর্তী ইমামগণ অগ্রসর হন।তাঁর মায়ের নাম ছিলো উম্মুল হাসান বিনতে হামজা।তার পূর্বপুরুষ স্বনামধন্য উসমান ইবনে শাফে এর নামানুসারে তাঁকে শাফেয়ী নিসবত করা হয়।তাঁর পূর্ণ নাম আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইদ্রিস আশ শাফেয়ী। রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন ইমাম শাফেয়ী রহঃ ও সে বংশের সন্তান। ইমাম শাফেয়ী রহঃ এর বংশের ঊর্ধ্বতন নবম পুরুষ আবদে মানাফ। যিনি রাসূল সাঃ এর ঊর্ধ্বতন চতুর্থ পুরুষ।
    ★ ইমাম শাফেয়ী রঃ এর জন্মঃ-  ১৫০ হিজরী সনে ফিলিস্তিনের ঐতিহাসিক গাজা শহরে ইমাম শাফির জন্মগ্রহণ করেন।উল্লেখ্য তিনি যেদিন জন্মগ্রহণ করেন ইমাম আযম আবু হানিফা রঃ সেদিন ইন্তেকাল করেন।
    ★ইমাম শাফেয়ী রহঃ এর শৈশবকালঃ-  ইমাম শাফেয়ী রঃ জন্মের দু’বছর পরে তার পিতা ইন্তেকাল করেন। পিতৃহারা লালিত পালিত হন মায়ের নিকটে। পবিত্র মক্কা নগরীতে তার শৈশব কাল অতিবাহিত হয়।
    ★ইমাম শাফেয়ী রহঃ এর মেধা ও প্রতিভাঃ-  ইমাম শাফেয়ী রহঃ ছিলেন তীক্ষ্ণ মেধা ও বিস্ময়কর প্রতিভার অধিকারী। তিনি ৭ বছর বয়সে পবিত্র কোরআন হেফজ করেন। ১০ বছর বয়সে মুয়াত্তায়ে মালেক মুখস্ত করে ফেলেন। এরপর মক্কার প্রখ্যাত ফকিহ মুসলিম ইবনে খালেদ এর নিকট ৫ বছর যাবত ইলমে ফিকাহ অধ্যয়ন করেন।১৫ বছর বয়সেই তৎকালীন ফকিহগন তাকে ফতোয়া দেওয়ার অনুমতি প্রদান করেন। এরপর তিনি মদিনার ইমাম মালেক রহঃ এর দরবারে উপস্থিত হয়ে তাকে মুয়াত্তায়ে মালেক কিতাব মুখস্থ শোনান এবং তার কাছে ইলমে ফিকাহ বিষয়ে গভীর পাণ্ডিত্য অর্জন করেন। সেখান থেকে শিক্ষা সমাপন করে তিনি ইরাকে পাড়ি জমান এবং ইমাম আবু হানীফা রহঃ এর শ্রেষ্ঠ ছাত্র ইমাম মুহাম্মদ রহঃ এর নিকট হাদিস ও ফিকহুল হানাফিয়া অধ্যয়ন করেন।এছাড়াও তিনি ইমাম সুফইয়ান বিন উয়ায়নাহ মাক্কী রহ:,ইমাম ইসমাঈল বিন আব্দুল্লাহ মাক্কী রহ:, ইমাম মুসলিম বিন খালিদ মাক্কী রহ:,ইমাম মালিক বিন আনাস মাদানী রহ:,ইমাম হিশাম বিন ইউসুফ ইয়ামানী রহ:, ইমাম ওয়াকী বিন আল জাররাহ্ রহ: সহ তৎকালীন যুগের বিভিন্ন দেশে অগণিত আলিম হতে শিক্ষালাভ করেন।
    ★ইমাম শাফেয়ী রহঃ এর কর্মজীবনঃ-  অধ্যাপনার মাধ্যমে ইমাম শাফেয়ী রহঃ এর কর্মজীবনের সূচনা হয়। শিক্ষাজীবন সমাপ্ত করে বাগদাদে দু’বছর অধ্যাপনা করেন। সে সময় বাগদাদের খলিফা হারুনুর রশিদ ইমাম শাফেয়ী রহঃ বুদ্ধিমত্তাসম্পন্ন দেখে নাজরানের শাসনকর্তা নিযুক্ত করেন। পরে তিনি ১৮৪ সালে বাগদাদ ত্যাগ করে মক্কা ফিরে আসেন। তিনি মক্কায় আগত মিসরীয়, স্পেনীয়, আফ্রিকান ওলামায়ে কেরাম থেকে জ্ঞান অনুসন্ধান করেন এবং ১৯৫ হিজরীতে তিনি মক্কা হতে পুনরায় ইরাক আগমন করেন।
    ★ ইমাম শাফেয়ী রহঃ এর মাযহাব প্রবর্তনঃ-  ইরাকে অবস্থানকালে তিনি হানাফি ও মালেকী মাযহাবের আলেমগণ এর সম্বন্ধে মধ্যপন্থী একটি মাযহাব প্রবর্তন করেন। এটাকেই শাফেয়ী মাযহাব বলা হয়।
    ★মিশর গমনঃ-  ইরাকে স্বীয় মাজহাব প্রতিষ্ঠা করে তিনি ১৯৮ হিজরীতে মিশর চলে যান। এখানে পারিপার্শ্বিক অবস্থা লক্ষ করে তিনি তার মাযহাব ও গবেষণায় সংস্কার ও পরিবর্তন সাধন করে একটা সংশোধিত মাযহাব রচনা করেন। ইসলামী ইতিহাসে এটাকে শাফেয়ী মাযহাব বলা হয়। সুদীর্ঘ ৬ বছর অবস্থানের মাধ্যমে তিনি তার মাযহাব কে প্রতিষ্ঠা করেন।
    ★ইমাম শাফেয়ী রহঃ এর হাদীসে অবদানঃ-  ইমাম আহমদ রহঃ ছিলেন ইমাম শাফেয়ী রহঃ এর সুযোগ্য ছাত্র। ওস্তাদের উৎসাহ, অনুপ্রেরণা ও পৃষ্ঠপোষকতায় ইমাম আহমদ মুসনাদে আহমদ নামক গ্রন্থ প্রণয়ন করেন।
    ★ইমাম শাফেয়ী রহঃ এর রচিত গ্রন্থাবলীঃ-  ইমাম শাফেয়ী রহঃ কিতাবুল উম্মাহ নামে ফিকাহ শাস্ত্রের মূলনীতির ওপর একটি প্রসিদ্ধ কিতাব রচনা করেন। এটাকে উসূলে ফিকহের প্রথম কিতাব হিসেবে গণ্য করা হয়। এতে অনেক হাদীসে বর্ণিত আছে। ইমাম শাফেয়ী রহঃ এর রচিত কিতাবের সংখ্যা সর্বমোট ১১৪ খানা।
    ★ইমাম শাফেয়ী রহঃ এর ইন্তেকালঃ- সারাজীবন জ্ঞান সাধনা ও জ্ঞানের বাস্তবায়ন প্রতিষ্ঠা করে, ইমাম শাফেয়ী রহঃ ২০৪ হিজরী মোতাবেক ৮২৬ খ্রিস্টাব্দে ৫৪ বছর বয়সে মিশরের রাজধানী কায়রো শহরে ইন্তেকাল করেন।
    (তাযকিরাতুল হুফফায,হুলিয়াতুল আউলিয়া, তারীখে বাগদাদ,আদাবুশ্শাফেয়ী, মানহাজ ইমাম শাফেয়ী ফি ইছবাতিল আকীদাহ)

    লেখক জাহেদুল ইসলাম রাইয়ান আল আজহারী
    আল-আজহার বিশ্ববিদ্যালয়
    কায়রো, মিশর

    আরও খবর

    Sponsered content