• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    আজ সারা বিশ্বে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব যীশু খ্রীষ্টের জন্মদিন “শুভ বড়দিন” উদযাপন হয়েছে

      প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৩ , ৭:৪৬:১৬ প্রিন্ট সংস্করণ

    থানচি (বান্দরবান) প্রতিনিধি :মথি ত্রিপুরা।

    আজ(সোমবার)সকালে ২৫ শে ডিসেম্বর শুভ বড়দিন যীশু খ্রীষ্টের জন্মদিন। সারা বিশ্বের মানব জাতি ও খ্রীষ্ট ধর্মাবলম্বীদের প্রধান উৎসব। রামদু পাড়া স্হানীয় ব্যাপ্টিস্ট চার্চে ও গীর্জার বিশেষ প্রার্থনা নানা ধরনের আয়োজন করা হয়েছে ।

    এই সময়ে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাষ্টর: যোগেশ ত্রিপুরা,রামদু পাড়া স্হানীয় ব্যাপ্টিষ্ট চার্চ আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরবাহাদূর ত্রিপুরা পাষ্টর: স্হানীয় রামদু পাড়া স্হানীয় ব্যাপ্টিষ্ট চার্চ (বিটিএবিসি), কারবারি:ধমশিংহা ত্রিপুরা রামদু পাড়া স্হানীয় ব্যাপ্টিষ্ট চার্চ ও বিভিন্ন এলাকায় গ্রাম থেকে আগত খ্রীষ্টের ধর্মের বিশ্বাসীবর্গ উপস্থিত ছিলেন।

    বিশ্বের বিভিন্ন দেশের শহরের প্রতিটি এলাকায় প্রতিটি গ্রামাঞ্চলে গীর্জায় পবিত্র বাইবেল পাঠ প্রার্থনা ও গান বাজনা বাজাচ্ছে আনন্দে সাথে খ্রিস্টান ধর্মীয় বিশ্বাসীরা।

    বক্তারা বলেন, পবিত্র বাইবেল শাস্ত্রের অনুসারে লুক লিখিত সুচমাচার ২:১০-১১ পদে লেখা আছে স্বর্গদূত তাদের বললেন, “ভয় করো না,কারণ আমি তোমাদের কাছে খুব আনন্দের খবর এনেছি। এই আনন্দ সব লোকেরই জন্য। আজ দায়ূদের গ্রামের তোমাদের উদ্ধারকর্তা জন্মেছেন। তিনিই মশীহ,তিনিই প্রভু।এই পাঠ করে ব্যাখা করেন।

    আরও যীশু খ্রীষ্টে জন্মদিন উপলক্ষে নানা ধরনের আয়োজনে রয়েছে পবিত্র বাইবেল কুইজ প্রতিযোগিতা গান নাচ খেলাধুলা কবিতা আবৃত্তি ঐতিহ্য পোশাক পরিধান পড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজে পুরুষ মহিলা বয়স্ক যুব/যুবতি অংশ গ্রহন করেন।

    আরও খবর

    Sponsered content