• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    পটিয়ায় দক্ষিণ ভূর্ষি ও কেলিশহরে গণসংযোগকালে মোতাহেরুল ইসলাম জনগণ জানে, নৌকা তাদের একমাত্র নিরাপদ ভরসা

      প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৩ , ৫:১৪:২১ প্রিন্ট সংস্করণ

    সেলিম চৌধুরী, নিজস্ব প্রতিনিধি পটিয়া:-

    চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের নৌকার প্রার্থী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান নেতা আলহাজ¦ মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশের জনগণ বুঝতে পেরেছে নৌকাই একমাত্র নিরাপদ জায়গা। দুর্নীতিবাজরা নির্বাচনে যত কালো টাকা খরচ করুক না কেন, জনগণ তাদের আর ভোট দেবে না। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে নৌকায় ভোট দেওয়া ছাড়া কোন পথ নেই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। এ সরকার আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে। শিক্ষার্থীদের মাঝে বিনা পয়সায় বই দেওয়ার ব্যবহার করেছে। প্রাইমারী থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছে। শিক্ষা গবেষনার জন্য টাকা দিচ্ছে। শিক্ষকদের প্রশিক্ষণ, কম্পিউটার ল্যাব তৈরিসহ বিভিন্ন সব ধরনের ব্যবস্থা নিয়েছে এ সরকার। মন্দির, মসজিদ, বৌদ্ধ বিহার উন্নয়নে শেখ হাসিনা সরকারের বিশেষ বরাদ্দ রয়েছে। প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। মন্দির ও বৌদ্ধ বিহারের জন্য সরকারের পরিকল্পনা রয়েছে। গত ১৫ বছরে পটিয়ার কোন সংখ্যালঘু এলাকায় তেমন উন্নয়ন কাজ হয়নি। এর পরিবর্তন চাইলে আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
    গত ২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২টার পর পটিয়া উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নে ডেঙ্গাপাড়া, খানমোহনা, ভূর্ষি, শেখ রাসেল স্মৃতিপাঠাগার, নয়াবাড়ি, দাশপাড়া, কেচিয়াপাড়া, নারায়নবাড়ি, শীতলাবাড়ি ও কেলিশহর ইউনিয়নে দারোগা হাট, ভট্টচায্য হাট, রতনপুর, মৈতলা, কিল্লাপাড়া, মৌলভীহাটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী এ কথা বলেন।
    গনসংযোগকালে উপস্থিত ছিলেন পটিয়ার সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: তিমির বরণ চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা রাশেদ মনোয়ার, মোজাহেরুল আলম চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ,সহ সভাপতি মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, ঋষি বিশ^াস, কেন্দ্রীয় যুবলীগের উপ ক্রীড়া সম্পাদক কাজী আবদুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিহির চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, হুমায়ুন কবির রাসেদ, রফিক আহমদ চেয়ারম্যান, চেয়ারম্যান সরোজ কান্তি সেন নান্টু, আওয়ামী লীগ নেতা সাবেক মেম্বার মো. ইউনুছ,নিখিল দে, শওকত হাসান লিটন, সৌমেন চক্রবর্ত্তী সুমন, সপু বড়–য়া, নুরুল ইসলাম, তাজুল ইসলাম তাজু, তপন কুমার দে, সিদ্দিকী আহমদ, ইউসুফ নবী টিপু, মো. ফোরকান, দীপক কুমার বড়–য়া, শাহ আলম খোকন, আবছার উদ্দিন, দক্ষিণ জেলা যুবলীগ নেতা মতুর্জা কামাল মুন্সি, সাইফুল হাসান টিটু, রাজু দাশ হিরু, পটিয়া উপজেলা যুবলীগের আহবায়ক হাসান উল্লাহ চৌধুলী, যুগ্ম আহবায়ক ইমরান উদ্দিন বশির, যুবলীগ নেতা মো. শাহ আলম মেম্বার, মো. ফোরকান, দিদারুল আলম, মোরশেদুল হক, আবুল হাসনাত ফয়সাল, আহমদ নূর সাগর, কেএম জমির উদ্দিন, হুমায়ুন কবির, মনির, নুরুল ইসলাম, ছাত্রলীগ নেতা নাজমুল সাকের সিদ্দিকী, ইনতিসার ইবনে সেলিম ফাহিম, গিয়াস উদ্দিন সাব্বির, সিজান।
    তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যাদের ঘর বাড়ি জমি নেই তাদের দুই কাঠা জমিসহ ঘর বাড়ি করে দিয়েছে। ৩৩ট্ িজেলা ভুমিহীন ও গৃহহীন রয়েছে। তাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষের জন্য চাউল, ডাল, তেল, ভুতুকি মূল্য দেওয়ার ব্যবস্থা করেছে সরকার। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে পুনরায় বিজয়ী করার আহবান জানান।

    আরও খবর

    Sponsered content