• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    গাইবান্ধায় বাস ও বিজিবির টহল পিক-আপ সংঘর্ষে চালকের মৃত্যু

      প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৪ , ৫:১১:১৪ প্রিন্ট সংস্করণ

    মোস্তাকিম রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    গাইবান্ধার পলাশবাড়ীতে বিজিবি সদস্যদের বহন করা পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিকআপ ভ্যানের চালক মুন্না মিয়া (৩৫ ) নামের একজন নিহত হয়েছে। এর্ঘটনায় বিজিবির ৫ সদস্যসহ ৭জন আহত হয়েছে।

    শুক্রবার (৫ জানুয়ারি) সকালের দিকে পলাশবাড়ীর রাইচমিল এলাকা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত মুন্না মিয়া নামের পিকআপের চালক সে উপজেলার মাঠের হাট এলাকায় তার বাড়ি।

    পুলিশ ও স্থানীয়রা জানান, বিজিবির বহন করা একটি
    পিকআপ ভ্যান তখন টহলে ছিলেন।বগুড়া থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী জেআর নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বিজিবির ৫ সদস্য ও পিকআপ ভ্যানের চালকসহ বাসের ২ যাত্রী গুরুতর আহত হয়।

    এঘটনায় স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। সেখানে আশংকাজনক অবস্থায় পিকআপের চালক ও বিজিবির দুই সদস্যকে উন্নত চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে পাঠানো হয়।

    দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় পিকআপের ভ্যানচালক মুন্না মিয়ার মৃত্যু হয়।

    এবিষয়টি নিশ্চিত করেছে, পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, বিজিবির টহল পিক-আপের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে পিক-আপের চালকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

    আরও খবর

    Sponsered content