• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    দুই বছর পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শপথ

      প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৪ , ১০:১৬:৩৭ প্রিন্ট সংস্করণ

    এ কে আজাদ,বি‌শেষ প্রতি‌নি‌ধি:

    দীর্ঘ দুই বছর পর খাগড়াছ‌ড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহন করলেন বীর মু‌ক্তি‌যোদ্ধার সন্তান ও বাংলা‌দেশ আওয়ামী লীগের প্রার্থী- নৌকা প্রতী‌কে নির্বা‌চিত জনাব নূর মোহাম্মদ।

    মঙ্গলবার ( ৯ জানুয়ারী) সকাল ১০টায় খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে নূর মোহাম্মদ‌কে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক জনাব শহিদুজ্জামান।

    তবলছ‌ড়ির গন‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতি‌নি‌ধি ও রাজ‌নৈ‌তিক ব‌্যক্তি‌দের সা‌থে নি‌য়ে শপথ গ্রহন করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সদ্য নিযুক্ত চেয়ারম্যান জনাব নূর মোহাম্মদ বি‌ডিনিউজটু‌ডে কে বলেন, আমি সাধারন ভোটারদের ভোটে নির্বাচিত হওয়ার পরও আমার বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে। দীর্ঘ দুই বছর বিভিন্ন আদালতে আইনি লড়াই করেছি। অবশেষে সত্যের জয় হয়েছে, মিথ্যা প্রত্যাক্ষ‌্যত হয়েছে। এ বিজয় সমগ্র তবলছড়িবাসীর বিজয়। এখন হ‌তে আ‌মি এলাকার সকল জনসাধারণকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।

    গেজেট ও শপথের বিষ‌য়ে বর্তমান চেয়াম‌্যান জনাব আবুল কাশেম ভূঁইয়ার কাছে জানতে চাইলে তিনি বি‌ডিনিউজ টু‌ডে কে বলেন, ২২ জানুয়ারী ২০২৪ইং পর্যন্ত উচ্চ আদালতের স্থি‌তি আদেশ আছে। এখনো আইনগত প্রক্রিয়া চলমান র‌য়ে‌ছে। তাই আমি এই গেজেট ও শপথ নিয়ে কোন মন্তব্য করবো না। শেষ পর্যন্ত অপেক্ষা করবো।

    এ বিষয়ে তবলছড়ি ইউনিয়নের মেম্বার কামাল হোসেন বলেন, নব নির্বাচিত ও শপথ গ্রহনকারী চেয়ারম্যান নূর মোহাম্মদ দীর্ঘ দুই বছর পর আইনি জটিলতা নিরসন করে স্বপদে বহাল হওয়ায় আমি এবং তবলছড়ি ইউপি’র জনসাধারণ খুবই আনন্দিত। তি‌নি মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবে এই আশাবাদ ব্যক্ত করি।

    উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ২০২৩ ইং
    বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন প্রশাসন শাখার সংশোধনী বিজ্ঞপ্তি। তারিখ: ০৬ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ/২১ ডিসেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ
    নং ১৭.০০.৪৬৭০.০৩৫.৪৬.৫৪৮.২১.৮৪২। মাননীয় আপিল বিভাগ সিপিএলএ নং-৩৫২৯/ ২০২৩ এর ২৯ নভেম্বর ২০২৩ তারিখের আদেশে মাননীয় হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং- ১৩৪৩৪/২০২৩ এর ৩১ অক্টোবর ২০২৩ তারিখের আদেশকে ২২ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত স্থগিত করায় নির্বাচনি মোকদ্দমা নং-০৯/২০২২ এ প্রদত্ত ১৮ এপ্রিল ২০২৩ তারিখের আদেশ অনুযায়ী খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলাধীন ২নং তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে জনাব আবুল কাশেম ভূঁইয়া এর নামে ১২ জানুয়ারি ২০২২ তারিখে প্রকাশিত গেজেট বাতিল ঘোষণা করে দরখাস্তকারী জনাব নুর মোহাম্মদ-কে নির্বাচিত ঘোষণা করায় তাঁর দাখিলকৃত মনোনয়নপত্র অনুসারে নির্বাচন কমিশন এতদ্বারা গত ১২ জানুয়ারি ২০২২ তারিখে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় ৭৩৫নং পৃষ্ঠায় প্রকাশিত ১নং কলামে বর্ণিত ‘তবলছড়ি’ এর বিপরীতে ২নং কলামে বর্ণিত ‘আবুল কাশেম ভূইয়া, পিতা-হাজী মোঃ ইসলাম ভূইয়া, গ্রাম: ভূইয়া পাড়া ১৮১নং তবলছড়ি মৌজা’ এর পরিবর্তে ‘নুর মোহাম্মদ, পিতা: মোহাম্মদ আলী, গ্রাম: সিংহপাড়া’ ও ৩নং কলামে বর্ণিত ‘স্বতন্ত্র’ এর পরিবর্তে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ শব্দ ও চিহ্নসমূহ প্রতিস্থাপন করিলেন। নির্বাচন কমিশনের আদেশক্রমে মোঃ আতিয়ার রহমান উপসচিব (নির্বাচন পরিচালনা-২)।

    আরও খবর

    Sponsered content