• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    মধ্যনগরে ২০০বস্তা চিনি সহ ১০চোরা কারবারি আটক

      প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৪ , ৪:৪৫:৩৫ প্রিন্ট সংস্করণ

    সুরঞ্জন তালুকদার (মধ্যনগর প্রতিনিধি)

    সুনামগঞ্জের মধ্যনগরে অবৈধ পথে আসা ভারতীয় ২০০বস্তা চিনি সহ ১০জন চোরা কারবারি কে আটক করে মধ্যনগর থানা পুলিশ।

    গতকাল শুক্রবার গভীর রাতে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর দিক নির্দেশনায় এসআই(নিঃ)/মোঃ আলীম উদ্দিন, এসআই (নিঃ)/রফিজুল মিয়া, এএসআই(নিঃ)/মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২০০বস্তা চিনিসহ ১০চোরা কারবারি কে হামিদপুর চৌরাস্তায় পাকা রাস্তার উপরে আটক করে।
    আটককৃতরা হল ১। মোঃ জমির হোসেন (২৪), পিতা-মৃত মোঃ চন্দু মিয়া, সাং-আমানিপুর, ২। আনোয়ার হোসেন (২৪), পিতা-মোঃ আব্দুল আলী, সাং-সাউদপাড়া, ১নং বংশীকুন্ডা উত্তর ইউপি, ৩। জিয়াউর রহমান (২৪), পিতা-মোঃ সাজু মিয়া, সাং-দাতিয়া পাড়া, ২নং বংশীকুন্ডা দক্ষিন ইউপি, ৪। মোঃ সাধীন মিয়া (২৩), পিতা-মৃত মোঃ আব্দুল ছাত্তার, সাং-সাউদপাড়া, ১নং বংশীকুন্ডা উত্তর ইউপি, ৫। আব্দুর রাজ্জাক (২৪), পিতা-গিয়াস উদ্দিন, সাং-কালগড়, ১নং বংশীকুন্ডা উত্তর ইউপি, ৬। রতন মিয়া(৩০), পিতা-মৃত রশিদ আলী, সাং-কালাগড়, ১নং বংশীকুন্ডা উত্তর ইউপি, সর্ব থানা-মধ্যনগর, জেলা-সুনামগঞ্জ ৭। হিরা মিয়া (২৮), পিতা-মৃত আব্দুর গফুর, সাং-কালাগাও থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জ, ৮। মোঃ রুবেল মিয়া(২৪), পিতা-মৃত ওমর আলী, সাং-দাতিয়া পাড়া, ২নং বংশীকুন্ডা দক্ষিন ইউপি, ৯। আতাবুর রহমান (১৯), পিতা-মোঃ রাশিদ মিয়া, সাং-আমানিপুর, ২নং বংশীকুন্ডা দক্ষিন ইউপি, ১০। পরিতোষ তালুকদার(১৯), পিতা-মনোরঞ্জন তালুকদার, সাং-দক্ষিন উড়া, উভয় ২নং বংশীকুন্ডা দক্ষিন ইউপি, সর্ব থানা-মধ্যনগর, জেলা-সুনামগঞ্জদের হেফাজতে হইতে ০৬টি পুরাতন ০৪ (চার) চাকা বিশিষ্ট হ্যান্ড ট্রলি হইতে মোট ২০০ (দুইশত) বস্তা, ১০ (দশ) হাজার কেজি মোট ২০০ বস্তা ভারতীয় চিনির মোট মূল্য (৪৫০০ঢ২০০)= ৯,০০,০০০(নয় লক্ষ) টাকা।
    মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এমরান হোসেন বলেন,আটককৃত চোরাকারবারির বিরুদ্ধে চোরাচালান মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

    আরও খবর

    Sponsered content