• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    লামায় হাতির তান্ডবে মাথায় হাত দরিদ্র কৃষকের

      প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৪ , ৪:৫৩:০৯ প্রিন্ট সংস্করণ

    ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:

    পার্বত্য জেলা বান্দরবানের লামায় আজিজনগরে হাতির তান্ডবে কৃষকের মাথায় হাত। ১২’ই জানুয়ারি (শুক্রবার) রাত আনুমানিক ১০টা থেকে রাত ২টা পর্যন্ত আজিজনগর ইউনিয়ন এর ইসলামপুর (৪নং ওয়ার্ড) নামক এলাকায় ৩টি হাতির একটি পাল ঘর,কলাবাগান ও আলু ক্ষেতের ওপর তান্ডব চালিয়েছে বলে জানান ভুক্তভোগী কৃষক। ভুক্তভোগী কৃষক মো. আবছার উদ্দিন ও নুর আয়েশা হলেন আজিজনগর ৪নং ওয়ার্ড ইসলামপুরের বাসিন্দা।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, মো. আবছার উদ্দিন জানান,গতরাতে দুইটি বড় ও একটি ছোট হাতি আমার কলাবাগান সম্পূর্ণ নষ্ট করে ফেলে।আমার প্রায় ৩০-৪০হাজার টাকার মতো কলাগাছ খেয়ে ফেলে ও ভেঙে পেলে। আরেক জন্য নুর আয়েশা জানান,আমার দুইটা আলু ক্ষেত ছিলো,সেখান থেকে রাতে আলু ক্ষেত নষ্ট করে চলে যায় হাতি।আমি এখন কি করব বুঝতে পারছিনা।আমি এখন নিঃস্ব।

    আজিজনগর ডলু রেঞ্জের কর্মকর্তা রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, চারিদিকে বসতবাড়ি গড়ে উঠার কারণে এবং খাবারের কারণে হাতি হয়তো এদিকে আসে। তিনি ভুক্তভোগী কৃষকদের শান্তনা দিয়ে বলেন,আপনারা হাতি যতই ক্ষতি করুন ঝুঁকি নিয়ে তাদের সামনে যাবেননা,সরকার আপনাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রস্তুত। নিজেরা সাবধানে থাকবে এবং আপনাদের ক্ষতিপূরণ নিয়ে দেওয়ার জন্য যাবতীয় যা যা করা লাগে সর্বাত্মক সহযোগিতা পাবেন।

    আরও খবর

    Sponsered content