• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    ৯ম উদারতা দিবস পা‌লিত সাতক্ষীরা জেলার অন্যতম বৃহৎ স্বেচ্ছা‌সেবী সংগঠন উদারতার

      প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৪ , ২:৩৬:০৬ প্রিন্ট সংস্করণ

    মো: আব্দুল মজিদ সাতক্ষীরা জেলা প্রতিনিধী

    আশাশু‌নির মা‌ড়িয়ালা মাধ‌্যমিক বিদ‌্যালয় প্রাঙ্গনে সকাল ১১ ঘ‌টিকায় উদারতার চেয়ারম‌্যান নী‌লিমা জিসা‌নের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ইউপি চেয়ারম‌্যান দীপংকর বাছাড় দীপু। অন‌্যান‌্য অ‌তি‌থি‌দের ভিত‌রে উপস্থিত ছি‌লেন সংগঠ‌নের উপ‌দেষ্টা মোস‌লেম আলী, হুমায়ুন কবির, আবু সাঈদ,আইরিন সুলতানা, সাংবা‌দিক কামাল হোসেন । প্রধান বক্তা হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন সাতক্ষীরা সরকা‌রি ক‌লে‌জের ইতিহাস বিভা‌গের মান‌বিক প্রভাষক ইদ্রিস আলী। তি‌নি তার বক্ত‌ব্যে ব‌লেন, উদারতা শিক্ষা ক্ষে‌ত্রে যে অবদান রে‌খে চ‌লে‌ছে সে‌টি অ‌নেক বড় পাওয়া উপকূ‌লের জন‌্য । উদারতা শিক্ষাবৃ‌ত্তি যেটি উপকূ‌লের প্রতি‌টি মানু‌ষের কা‌ছে তুমুল জন‌প্রিয় এবং প্রশংসনীয় এক‌টি শিক্ষা কার্যক্রম। উপ‌স্থিত ছি‌লেন সংগঠ‌নের সকল স্বেচ্ছা‌সেবকরা। সমাপনী বক্ত‌ব্যে সংগঠ‌নের প‌রিচালক শিমুল আহ‌ম্মেদ ব‌লেন, উদারতা শতভাগ স্বচ্ছতা , জবাব‌দিহীতার মাধ‌্যমে সকল কার্যক্রম প‌রিচালনা ক‌রে আজ এ অবস্থানে এসে পৌঁ‌ছে‌ছে। সমগ্র অনুষ্ঠান‌টি সঞ্চালনায় ছি‌লেন সংগঠ‌নের দপ্তর সম্পাদক আশিকুর রহমান। বৃ‌ত্তি প্রদান শে‌ষে আল – আমি‌নের‌ নেতৃ‌ত্বে মহ্ন‌্যান‌ভো‌জের আয়োজন ছি‌লো। সব শে‌ষে সন্ধ‌্যায় ক‌ফি‌ভি‌লে এবং প্রিয়াংকা নীট গা‌র্মেন্টে‌সের সৌজ‌ন্যে সাতক্ষীরা খুলনার শিল্পী‌দের প‌রি‌বেশনায় ম‌নে‌াজ্ঞ সাংস্কৃ‌তিক সন্ধ‌্যা।

    আরও খবর

    Sponsered content