• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯  
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    লংগদুতে ৩৭ বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

      প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৪ , ১২:৪৫:০৭ প্রিন্ট সংস্করণ

    মো. আলমগীর হোসেন,লংগদু(রাঙ্গামাটি)

    রাঙ্গামাটির লংগদু উপজেলায় বিজিবি’র অভিযানে সেগুন গোল কাঠ জব্দ করা হয়েছে। বিজিবির অভিযানে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক ১,৪২,০০০/- (এক লক্ষ বিয়াল্লিশ হাজার) টাকার অবৈধ কাঠ জব্দ করা হয়।

    বিজিবি সূত্রে জানাযায়, শনিবার(২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, তেমাথা বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ন রহমতপুর নামক স্থানে চোরাকারবারীরা কাঠ পাচারের উদ্দেশ্যে বন থেকে কাঠ কেটে একত্রিত করছে।

    উক্ত সংবাদের ভিত্তিতে রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি এর নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে একটি টহল এবং তেমাথা বিজিবি ক্যাম্প হতে একটি টহল দল মোট দুইটি টহল দল উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

    বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা উক্ত স্থান হতে দ্রুত পালিয়ে যায়। পরিচালিত অভিযানে বিজিবি কর্তৃক ৭১ ঘনফুট সেগুন গোলকাঠ জব্দ করা হয়। যার সিজার মূল্য-১,৪২,০০০/- (এক লক্ষ হাজার বিয়াল্লিশ হাজার) টাকা। জব্দকৃত কাঠ রাঙ্গীপাড়া ফরেস্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    এ প্রসংগে রাজনগর জোন কমান্ডার জানান, অবৈধ কাঠ চোরাচালানের বিরুদ্ধে চলমান আভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

    আরও খবর

    Sponsered content