• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    শিক্ষক‌ শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন মা‌টিরাঙ্গা প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তি

      প্রতিনিধি ৭ মার্চ ২০২৪ , ১:১০:৫৭ প্রিন্ট সংস্করণ

    এ কে আজাদ, বি‌শেষ প্রতি‌নি‌ধি:

    বি‌বেক দি‌য়ে শিক্ষার্থীদের পড়া‌নোর জন‌্য আহবান জান‌লেন খাগড়াছ‌ড়ি জেলা প্রাথ‌মিক শিক্ষা অ‌ফিসার জনাব আ‌মিনুল ইসলাম মন্ডল।

    তি‌নি ব‌লেন, শিক্ষার্থীরা আমা‌দের সন্তান, আমরা শিক্ষকরা সবাই শি‌ক্ষিত, আমরা আমা‌দের বি‌বে‌কের কা‌ছে দায়বদ্ধ। তাই কর্তব‌্য অব‌হেলা করার অবকাশ এখা‌নে থাক‌তে পা‌রে না। আমা‌দের চাকুরী হ‌চ্ছে শিক্ষার্থী‌দের মানুষ করা জ্ঞা‌নের আ‌লো বিতরন করা।

    বৃহস্প‌তিবার (৭মার্চ) ‌বি‌কে‌লে মা‌টিরাঙ্গা উপ‌জেলা প‌রিষদ অ‌ডি‌টো‌রিয়াম এ বাংলা‌দেশ প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তি মা‌টিরাঙ্গা উপ‌জেলা শাখা কর্তৃক আ‌য়ো‌জিত সদ‌্য নি‌য়োগকৃত শিক্ষক‌দের বরণ, প্রাথ‌মিক বৃ‌ত্তিপ্রাপ্ত ২০২২ শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষক এবং উপ‌জেলা পর্যা‌য়ে শ্রেষ্ঠ শিক্ষাপদক প্রাপ্ত শিক্ষক‌দের সংবর্ধনা অনুষ্ঠা‌নের সভাপ‌তি জনাব মো: এরশাদ আলীর সভাপ‌তি‌ত্বে ও জনাব র‌বিউল ইসলামের সঞ্চালনায় অ‌তি‌থিদ্বয় শিক্ষক ও শিক্ষার্থী‌দের মা‌ঝে সম্মাননা ক্রেষ্ট তু‌লে দেওয়ার সময় অ‌তি‌থির বক্ত‌ব্যে এ মন্তব‌্য ক‌রেন।

    এ অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি ছি‌লেন মা‌টিরাঙ্গা উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান জনাব র‌ফিকুল ইসলাম, বি‌শেষ অ‌তি‌থি খাগড়াছ‌ড়ি জেলা প্রাথ‌মিক শিক্ষা অ‌ফিসার জনাব আ‌মিনুল ইসলাম মন্ডল, মা‌টিরাঙ্গা উপ‌জেলা শিক্ষা জনাব আশরাফুল আলম সিরাজী, মা‌টিরাঙ্গা পৌরসভার প‌্যা‌নের মেয়র জনাব মোহাম্মদ আলী, গোমতী ইউ‌নিয়ন চেয়ারম‌্যান জনাব তফাজ্জল হো‌সেন, বর্নাল ইউ‌নিয়ন চেয়ারম‌্যান জনাব মো: ই‌লিয়াছ, মা‌টিরাঙ্গা উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তির সভাপ‌তি জনাব মো: এরশাদ আলী, উপ‌জেলা শিক্ষক স‌মি‌তির সাধারণ সম্পাদক জনাব মো: না‌দির আহ‌ম্মেদ, উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তির সাংগঠ‌নিক সম্পাদক জনাব র‌বিউল ইসলামসহ প্রমূখ।
    এছাড়াও উক্ত অনুষ্ঠা‌নে উপ‌জেলা বি‌ভিন্ন এলাকার স্কুল হ‌তে নবাগত শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক, কৃ‌তি শিক্ষার্থী, অ‌ভিভাবক, সাংবা‌দিক ও গন‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন।

    আরও খবর

    Sponsered content