• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    বান্দরবান ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে ওলামা-মাশায়েখ সম্মেলন ও প্রশিক্ষণকর্মশালা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৫ মার্চ ২০২৪ , ১০:৩৩:৩৬ প্রিন্ট সংস্করণ

    মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

    সন্ত্রাস ও উগ্রবাদ নিরসন, নারী নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ, মাদকাসক্তি নির্মূল এবং দুর্নীতি প্রতিরোধে বান্দরবানে ওলামা-মাশায়েখ সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২১মার্চ বৃহস্পতিবার দুপুরে বান্দরবান জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

    বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এর সভাপতিত্বে সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশনের বান্দরবান জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: সেলিম উদ্দিন। ইসলামিক ফাউন্ডেশনের বান্দরবান সদর উপজেলার সুপারভাইজার মো:জাহাঙ্গীর আলম এর সঞ্চলনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক চাই থোয়াই হ্লা চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ জাহেদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতীব আলাউদ্দিন ঈমামী, বাজার শাহী মসজিদের খতীব এহসানুল হক আল মঈন,ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদরুল হক, জেলা সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক মিলটন মুহুরী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরী,জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি অংচ মং মারমা,বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু,সাংবাদিক মুহাম্মদ আলী, সাংবাদিক কৌশিক দাশ,সাংবাদিক ইয়াছিন’সহ জেলা সদরের বিভিন্ন মসজিদ থেকে আগত ওলামা এবং মাশায়েখবৃন্দরা।

    প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশনের বান্দরবান জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সেলিম উদ্দিন। স্বাগত বক্তব্যে তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের সৃষ্টির পর থেকে দেশের কল্যাণে এবং জাতির সেবায় কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে সন্ত্রাস ও উগ্রবাদ নিরসন, নারী নির্যাতন প্রতিরোধ বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ, মাদকাসক্তি নির্মূল এবং দুর্নীতি প্রতিরোধে বান্দরবানে ওলামা-মাশায়েখদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে আর তার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা অনেকটাই কমে আসবে বলে প্রত্যাশা। এসময় ইসলামিক ফাউন্ডেশনের বান্দরবান জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সেলিম উদ্দিন প্রতিটি মসজিদের ইমামদের নামাজের সময় সন্ত্রাস ও উগ্রবাদ নিরসন, নারী নির্যাতন প্রতিরোধ বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ, মাদকাসক্তি নির্মূল এবং দুর্নীতি প্রতিরোধে আরো বেশি করে প্রচারের আহবান জানান এবং আগামী প্রজন্মকে সুস্থ করে গড়ে তুলতে সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের আহবান জানান।

    সভাপতির বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, এই ধরণের কর্মশালার মাধ্যমে ওলামা এবং মাশায়েখদের জ্ঞানের পরিধি আরো বৃদ্ধি পাবে এবং তারা যেখানে নামাজ পড়াবে এবং বিভিন্ন মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিলে বক্তব্য রাখবেন সেখানে এই বিষয়গুলো নিয়ে বেশি বেশি প্রচার করবে, আর তাতে সমাজের সবার মধ্যে আরো ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে এবং সমাজ থেকে দুর্নীতি অনেকটাই কমবে এবং সেই সাথে সন্ত্রাস ও উগ্রবাদ নিরসন হবে। আমাদের দেশের মানুষ আলেম ওলামাদের কথা অনেক গুরুত্ব সহকারে শুনে ও মানতে চেষ্টা করে,আমরা সকলে ইসলাম ধর্মের প্রকৃত শিক্ষা সমাজে ছড়িয়ে দিবেন এই প্রত্যাশা রইল। উক্ত সম্মেলনে বান্দরবান সদর উপজেলায় মাদ্রাসা বোর্ডের আলিম ও ফাজিল পরীক্ষার কেন্দ্র করার ঘোষণা প্রদান করেন, এছাড়াও জেলা প্রশাসকের অনুরোধে সরকারি যাকাত ফান্ডে বান্দরবানে সর্বপ্রথম ৩০ হাজার টাকা জমা প্রদান করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর।

    আরও খবর

    Sponsered content