প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৫ , ৫:১৩:৫০ প্রিন্ট সংস্করণ
এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

সিলেট বিভাগীয় শহরে সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার উদ্যোগে ক্রীড়া ধারাভাষ্য সম্পর্কে কর্মশালা-২০২৫ খ্রি. অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট-২০২৫ খ্রি. রবিবার বেলা ১১ টায় সিলেট বিভাগীয় শহরের সিলেট জেলা স্টেডিয়ামে সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস এসোসিয়েশন’র সহযোগিতায় ক্রীড়া ধারাভাষ্য সম্পর্কে কর্মশালা-২০২৫ খ্রি. অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার সভাপতি দিলওয়ার আহমেদ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালায় অংশগ্রহণ করেন বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের জাতীয় ক্রীড়া ভাষ্যকার যথাক্রমে মো. সামসুল ইসলাম, বোরহান উদ্দিন মোল্লা ও মির্জা মো. ফরিদুল ইসলাম।
সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত ক্রীড়া ধারাভাষ্য সম্পর্কে কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ও ক্রীড়া সংগঠক ইঞ্জিনিয়ার আহমেদ রিজওয়ানুল হক, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক জহিরুল ইসলাম মিশু। সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার ক্রীড়া সম্পাদক বাবলুল ইসলাম বাবলু’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার সাধারণ সম্পাদক কামরান হোসেন, সংগঠনের সদস্য আব্দুল কাদের সুজন, জুয়েল আহমেদ, ইকবাল কবির, জাহাঙ্গীর আলম, রিপন আহমেদ, মাইদুল ইসলাম রাজু, লিটন আহমেদ, ইউনুস আহমেদ, সাকির আহমেদ ও আমিন উদ্দিন প্রমুখ। সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার কর্তৃক ধারাভাষ্য কর্মশালায় সম্মাননা স্মারক প্রদান করা হয় তারা হলেন জাতীয় ক্রীড়া ভাষ্যকার মো. সামসুল ইসলাম, বোরহান উদ্দিন মোল্লা, মির্জা মো. ফরিদুল ইসলাম এবং আরও যারা সম্মাননা স্মারক পেলেন, যুক্তরাজ্য প্রবাসী ও ক্রীড়া সংগঠক ইঞ্জিনিয়ার আহমেদ রিজওয়ানুল হক, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক জহিরুল ইসলাম মিশু, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য একরাম আহমেদ।

















