তথ্যকণিকা

ময়মনসিংহে প্রশাসনের অভিযানে ৫৪৪৬ কেজি অবৈধ পলিথিন জব্দ এবং জরিমানা আদায়

  প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৫ , ৭:০৫:৪৫ প্রিন্ট সংস্করণ

এনামুল হক ছোটন, ময়মনসিংহ

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে তারিখে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা ও র‍্যাব -১৪, ময়মনসিংহ এর যৌথ উদ্যোগে ময়মনসিংহ সিটির মেছুয়া বাজার ও তেরি বাজার নামক এলাকায় অবৈধ পলিথিন বিরোধী এক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মেছুয়া বাজার এলাকায় সুকরিয়া এন্টারপ্রাইজকে ১০,০০০/- টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় ও ৩০৭৮ কেজি পলিথিন জব্দ করা হয়। একই এলাকার ফারুকের গুদাম থেকে ১০৩৯ কেজি এবং তেরি বাজার এলাকায় বিআরবি ক্লোথ স্টোর এর পিছনের গোডাউন থেকে ১৩২৯ কেজিসহ মোট ৫৪৪৬ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। এ সময় ফারুকের গোডাউন ও তেরী বাজার এলাকার গোডাউন এর মালিক উপস্থিত না থাকায় কাউকে জরিমানা করা বা জেল দেওয়া হয়নি। উক্ত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ এর সহকারী কমিশনার জাকারিয়া হোসেন ও মোঃ শফিকুল ইসলাম, প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন। এ সময় র‍্যাব -১৪ এর উপপরিচালক স্কোয়াড্রন লিডার জনাব রাশেদ রাহাতসহ র‍্যাব-১৪ এর একটি টিম ও এক দল পুলিশ সদস্য উপস্থিত ছিলো। জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।