চট্টগ্রাম

বাংলাদেশ মানবাধিকার কমিশন কতৃক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৫ , ৩:০০:৪২ প্রিন্ট সংস্করণ

এমডি বাবুল বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখা কতৃক লোহাগাড়া প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর, সকাল সাড়ে ১১ টায় লোহাগাড়া উপজেলা মডেল মসজিদের হল রুমে শুরু হয়। লোহাগাড়া উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া লোহাগাড়ার সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিভি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ, জামায়াত ইসলামি লোহাগাড়া উপজেলার সেক্রেটারি মাওলানা আ ন ম নোমান, কৃষি অফিসার কাজী মোহাম্মদ শফিউল ইসলাম , প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ, শিবলী ভুষণ দাশ, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নুরুল আবসার চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলার সেক্রেটারি মাওলানা এমডি জুনায়েদ চৌধুরী, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রবিউল আলম খান, লোহাগাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল্লাহ চৌধুরী, চৌধুরী মোহাম্মদ সালেহ, শাহা আলম ও কুতুব উদ্দিন।

বাংলাদেশ মানবাধিকার কমিশন এর লোহাগাড়া উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার মোহাম্মদ ফারুকের সঞ্চলনায় ও মাওলানা মুছা তোরাইন এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাওশাদ আলী, ইন্জিনিয়ার মুহাম্মদ মামুন উদ্দিন, এডভোকেট জমির উদ্দিন, জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) লোহাগাড়া উপজেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ জহির উদ্দিন, বড়হাতিয়া ইউপি সদস্য মোহাম্মদ আজিজ, পদুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নুরুল হক, মাষ্টার মোহাম্মদ নাছির উদ্দীন, লোহাগাড়া রিপোর্টার ইউনিটি’র সভাপতি হোসাইন মেহেদী, কমিশনের সহ সভাপতি মোহাম্মদ নুরুচ্ছাফা, সংগঠক আব্দুল মন্নান ,আরিয়ান হাসান ও মানবাধিকার কর্মী মোহাম্মদ আব্বাস উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে অসংখ্য মানবাধিকার নেতৃবৃন্দ, কর্মী, সাংবাদিক, সুশীল সমাজ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মানবাধিকার রক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

আরও খবর

Sponsered content