তথ্যকণিকা

যাদুকাটার পাড় কেটে বালু উত্তোলন ৬ জনের দন্ড

  প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৫ , ১১:৩০:৩৯ প্রিন্ট সংস্করণ

তাহিরপুর (সুনামগঞ্জ)

‎তাহিরপুরের সীমান্ত নদী যাদুকাটার পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল ১১ অক্টোবর রবিবার রাত সাড়ে ৯ টার সময় জেলা প্রশাসন প্রশাসনের  নির্বাহী ম‍্যাজিষ্টেট এস এম ইয়াসির আরাফাত ও তাহিরপুর থানা পুলিশ কতৃক মোবাইল কোর্ট টাস্কফোর্স অভিযান চালিয়ে  উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর লাউড়েরগড় এলাকায় পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন সময় ৬ জনকে আটক করে। পরে রাতেই নির্বাহী ম‍্যাজিষ্টেট এস এম ইয়াসির আরাফাত ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ২(দুই) মাস করে সাজা প্রদান করেন। এ সময় তাহাদের নিকট হইতে অনুমান ৩০০ ঘনফুট বালুসহ ২(দুই)টি ষ্টীলের নৌকা জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চরগাও, কাশতাল গ্রামের বজরু মিয়ার ছেলে আলী হোসেন (২২), একই গ্রামের রইছ মিয়ার ছেলে আবুল বাসার(৩০), জজ মিয়ার ছেলে নবীর হোসেন (২০), তারা মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৩), কুকুরকান্দি গ্রামের আব্দুস সালামের ছেলে শাকিল   আহমেদ (২৮), একই গ্রামের আমির শাহ,র ছেলে হ্দয় শাহ(২৪)। এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, আজ সকালে আসামীদের সুনামগঞ্জ কোর্ট হাজতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর পরিবেশ ও  নদীর পাড় রক্ষার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content