• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    যশোর সদরের বসুন্দিয়া থেকে ২শ’ পিছ ইয়াবাসহ নড়াইলের দুই মাদক ব্যবসায়ী আটক

      এস এম তৌহিদুল ইসলাম, যশোর প্রতিনিধি ১১ মার্চ ২০২৩ , ২:৪৫:৪৬ প্রিন্ট সংস্করণ

    যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়ন এলাকা থেকে দুইজন মাদক কারবারিকে আটক করেছে বসুন্দিয়া ক্যাম্প পুলিশের একটি টিম। এসময় তাদের কাছ থেকে দুইশ’ পিস ইয়াবা, ৪০ হাজার টাকা একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গত বুধবার দিবাগত গভীর রাতে বসুন্দিয়া এলাকার মেঝের তেমাথা থেকে আটকের পর বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুজ্জামান ওই দুইজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।

    আটককৃতরা হলোন, নড়াইল শহরের ভওয়াখালীর মৃত অসিত সাহার ছেলে অনুপ সাহা এবং সদর উপজেলার তুলারামপুরের মৃত আজাদ মোল্যার ছেলে রেজাউল ইসলাম সুইজার।
    এসআই কামরুজ্জামান জানিয়েছেন, বুধবার রাতে টহল ডিউটিকালে ওয়ারেন্ট তামিল এবং মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করছিলেন। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বসুন্দিয়া মোড় মেঝের তেমাথায় কয়েকজনে মাদকের কারবার করছে। এসময় এসআই কামরুজ্জামানের নেতৃত্বে এএসআই আব্দুল আলিম এএসআই সাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযানে গেলে পুলিশি উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। কিন্তু স্থানীয়দের সহায়তায় ওই দুইজনকে আটক করা হয়। পরে অনুপ সাহার পকেটে থাকা ১২০ পিস ইয়াবা ও ৪০ হাজার টাকা এবং রেজাউল ইসলাম সুইজারের পকেটে থাকা ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলা দিয়ে বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাজমুল হাচান।

    আরও খবর

    Sponsered content