আন্তর্জাতিক

খোঁজ পাওয়া গেল রামুর উত্তম বডুয়ার

  প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৫ , ২:০৩:১২ প্রিন্ট সংস্করণ

ঈদগাঁও ( কক্সবাজার) প্রতিনিধি

২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে ঘটে এক ভয়াবহ ঘটনা — বৌদ্ধ মন্দিরে হামলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিভ্রান্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগ ঘিরেই সেই হামলার সূত্রপাত। এ ঘটনায় অভিযুক্ত হয়ে দেশ ছাড়তে বাধ্য হন রামুর যুবক উত্তম কুমার বড়ুয়া।

দীর্ঘ ১৩ বছর ১৩ দিন ফেরারি জীবন কাটানোর পর অবশেষে তিনি সপরিবারে ফ্রান্সে আশ্রয় নিয়েছেন। ফলে দীর্ঘদিনের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সেই উত্তম কুমার বড়ুয়ার সন্ধান মিলল অবশেষে।

স্থানীয়রা জানান, ঘটনার শুরুতে ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে একটি পোস্ট ছড়িয়ে পড়ে। সেই পোস্ট শেয়ার করার অভিযোগ ওঠে উত্তম কুমার বড়ুয়ার বিরুদ্ধে। অথচ তদন্তে প্রমাণিত হয়, তিনি সরাসরি এর সঙ্গে জড়িত ছিলেন না। তবুও তার পরিবারসহ পুরো বৌদ্ধ সম্প্রদায় চরম ভুক্তভোগী হয়। রামুর একের পর এক বৌদ্ধ মন্দিরে হামলা চালানো হয়।

তারপর থেকেই উত্তমের খোঁজ মিলছিলো না। দেশে থেকে উত্তমের স্ত্রী রিতা বড়ুয়া তিন বছরের শিশু সন্তানকে নিয়ে সীমাহীন কষ্টে লড়ে গেছেন। সামাজিক লাঞ্ছনা, দারিদ্র্য ও নিঃসঙ্গতা সইতে সইতে তিনি বড় করেছেন সন্তানকে। সেই ছোট্ট আদিত্য এখন বড় হয়ে এসএসসি পাস করেছে কৃতিত্বের সঙ্গে।

দীর্ঘ প্রতীক্ষা শেষে ফ্রান্সে একত্রিত হয়ে নতুন জীবনের সূচনা করলেন উত্তম বড়ুয়া ও তার পরিবার। স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়সহ শুভানুধ্যায়ীরা এ ঘটনাকে মানবতার জয় হিসেবে দেখছেন।

আরও খবর

Sponsered content