চট্টগ্রাম

কক্সবাজারে হত্যা মামলার প্রধান আসামি আটক

  প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৫ , ৩:৫৫:২৯ প্রিন্ট সংস্করণ

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।

১২ ঘন্টার ব্যবধানে হত্যা মামলার প্রধান আসামিকে আটক করেছে কক্সবাজার মডেল থানা পুলিশ। পৌরসভার লাইট হাউজ পাড়া এলাকায় বিশেষ এ অভিযানটি পরিচালিত হয়।
গতরাতে। গ্রেপ্তারকৃত আসামীর নাম মোহাম্মদ রায়হান (২৪)। তার পিতার নাম আতিক। তারা পৌর এলাকার ১২ নম্বর ওয়ার্ডের লাইট হাউজ পাড়ার বাসিন্দা।
এ এলাকায় গত ১৮ অক্টোবর একটি মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঐদিন দুপুরে সরোয়ার কামাল নামের এক ব্যক্তিকে খুন করা হয়। তিনি মৃত মোঃ আবুল কালামের পুত্র। নিহত ব্যক্তি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লাইট হাউজ পাড়ার বাসিন্দা। বর্বর এ ঘটনাটি জেলা পুলিশের নজরে আসে। কক্সবাজার মডেল থানার পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে অভিযান চালান। ওখান থেকে সরোয়ার কামাল হত্যার প্রধান হোতাকে আটক করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস (ডিএসবি)।

আরও খবর

Sponsered content