• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    গাইবান্ধার সাদুল্লাপুরে অটো চালক রাজু হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

      শেখ নাসির আহমেদ, গাইবান্ধা থেকেঃ ১ মার্চ ২০২৩ , ১১:৩৩:০৮ প্রিন্ট সংস্করণ

    গাইবান্ধার সাদুল্লাপুরে অটো চালক রাজু, আব্দুল মজিদ ও কৃষক ছুরুত আলী হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ১মার্চ সকালে উপজেলার পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত জনতা একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি পাবলিক লাইব্রেরি থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। এসময় ওয়ার্কার্স পার্টির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড মোখলেছুর রহমান মাস্টার, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড প্রনব চৌধুরী খোকন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড কামরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য কমরেড রিপন বর্মন, উপজেলা কমিটির সদস্য কমরেড সাইফুল ইসলাম মন্ডল, নিহত রাজুর মা রাবেয়া বেগম, নিহতের ভাই আজিজার রহমান ও আশাদুল ইসলাম, শ্রমিক নেতা লুৎফর রহমান, শ্রমিক নেতা (চান্দের বাজার) আব্দুল হামিদ, উপজেলা যুব মৈত্রী সভাপতি কমরেড মাহবুব, যুব মৈত্রী সদস্য কমরেড রাশেদ প্রমূখ। এসময় হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি কার্যকর করার দাবী জানান বক্তারা।
    বক্তারা বলেন, সাদুল্লাপুরে পরপর তিনটি হত্যার ঘটনা সংঘটিত হয়েছে। বেশ কিছুদিন ধরে এমন ন্যাক্কার জনক ঘটনা ঘটছে। এঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের খুঁজে বেড় করে অনতিবিলম্বে তাদের আইনের আওতায় আনতে হবে। নাহলে এমন ঘটনা ঘটতেই থাকবে। যাতে করে আর কোনো মায়ের বুক খালি না হয় সেজন্য দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা। নিহত রাজুর পারিবারিক সূত্রে জানা যায়, তারিখে অটো বাইক নিয়ে সকালে বাড়ি থেকে বেড় হন রাজু। সন্ধ্যা ঘনিয়ে রাত হলেও ঘরে ফেরেনি সে। পরে তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও মেলেনি সন্ধান। এসময় তার ব্যাবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরদিন সকালে খবর পান “রাজুকে কে বা কারা হত্যা করে” সদর উপজেলার কুপতলা ইউনিয়নের রেল লাইনের ধারে ফেলে রেখে তার অটো বাইকটি নিয়ে গেছে। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। রাজুকে যারা নির্মম ভাবে হত্যা করেছে তাদের প্রত্যেককে গ্রেফতার ও ফাঁসির দাবী জানান নিহতের মা রাবেয়া বেগম।

    আরও খবর

    Sponsered content