উদ্ভাবন

বাড়ীর উঠানে আদা চাষে আগ্রহী হয়ে উঠছে ঈদগাঁওর নরনারীরা

  প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৫ , ৫:৫৭:১৪ প্রিন্ট সংস্করণ

এম আবু হেনা সাগর,ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার গ্রামীন জনপদে এবার আদা চাষাবাদে আগ্রহী হয়ে উঠে লোকজন। কৃষি খাতে আধুনিকতার প্রসার ঘটায় বাড়ির উঠানে আলাদা পরিসরে আদা চাষের প্রতি ঝুঁকছে নরনারীরা।

অল্প খরচ আর লাভ হওয়ায় আদা চাষ করছেন প্রত্যন্ত গ্রামের কজন। জমিতে এদের দেখাদেখি এলাকায় কয়েক বাড়িতে আদা চাষের পরিকল্পনা ও করে যাচ্ছেন অনেকে।

২১ অক্টোবর (মঙ্গলবার)  সকালে ঈদগাঁও ইউনিয়ন মাইজ পাড়ায় এক বাড়ীর উঠানে অল্প সংখ্যক আদা চাষের অনন্য সুন্দর দৃশ্য চোখে পড়ে। জানা যায়, দুয়েক বছর ধরে আদা চাষে করে যাচ্ছেন কয়টি পরিবার। তাদের বাড়ীর উঠানে এই চাষে হালকা পরিচর্চা করতেও দেখা যায়।

সচেতন মহল জানান,বাড়ির উঠান,প্রাচীরের কোল ঘেঁষে বা বাড়ির আশেপাশের ফাঁকা জায়গা অথবা ছাদে যেখানে খুশি রাখা যায় আদা চাষ। এর জন্যে আলাদা কোনও জমি বা পরিচর্যার প্রয়োজন হয় না। কৃষি বিভাগ যদি একটু পরামর্শ দেন তাহলে এলাকার লোকজন আদা চাষের আগ্রহতা প্রকাশ করবে।

আরও খবর

Sponsered content